সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের নাগালে সুপারস্টার দেব (Dev)। সেই মানুষ যাকে কখনও 'গোলন্দাজ' হিসেবে বড়পর্দায় দেখা যায়, আবার কখনও 'প্রধান'-এর উর্দি পরে সিলভার স্ক্রিন জমিয়ে দেন। তারকার সঙ্গে একটা সেলফি তো বনতা হ্যায়! সেই আশা নিয়েই ভিড় ঠেলে দেবের কাছে পৌঁছে গিয়েছিলেন দিব্যাঙ্গ যুবক। তাঁর সেলফির আবদার রাখলেন দেব।
ছবি: ইনস্টাগ্রাম
এমনিতে সারা দিনের প্রচারের ব্যস্ততা। যেখানেই যাচ্ছেন, মানুষের ভিড়। রোদে পুড়ে যেমন মানুষের কাছে পৌঁছেছেন, বৃষ্টি মাথায় নিয়েও ঘুরছেন দুয়ারে দুয়ারে। এত ব্যস্ততার মধ্যেও দিব্যাঙ্গ ফ্যানকে কাছে টেনে নেন দেব। তখনও বৃষ্টি পড়ছিল। চারপাশে ভিড়ে ভিড়াকার। ধৈর্য হারাননি সুপারস্টার। ফ্যানের মোবাইল নিজের হাতেই নিয়ে নেন। সময় নিয়ে সঠিক ফ্রেম সেট করেন। তোলেন সেলফি।
[আরও পড়ুন: চতুর্থ দফা ভোটের আগে আইনি বিপাকে ‘পুষ্পা’! কী এমন করলেন আল্লু অর্জুন?]
চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। তাঁকে দেখার জন্য উপচে পড়ছে ভিড়।
ঘাটালের পথে ও প্রান্তরে ভোটপ্রচারে সৌজন্যেবোধের মন্ত্রশক্তিতেই ভোটের বৈতরণি জয়ের স্বপ্ন দেখছেন দেব। ক্ষমতায় নয়, নিজের সিনেমা ‘প্রধান’-এর জনপ্রিয় ডায়লগের মতোই ভালোবাসায় বিশ্বাস করেন তিনি। সে বিশ্বাস যতই ঘরে-বাইরে প্রশ্নের মুখে পড়ুক, দেব নিজের অভীষ্টে আত্মমগ্ন, সাধনায় অবিচল। কেশপুরে ভোটপ্রচার শেষে সুপারস্টার বলেছিলেন, "গত দশ বছরে রাজনীতিতে অনেক কিছু দেখেছি। কিন্তু আমি অন্যরকম রাজনীতিতে বিশ্বাসী। ক্ষমতা মানে তো আসলে সাধারণ মানুষকে ভালোবাসা। জনপ্রতিনিধি মানে জনতার কাছের মানুষ হয়ে ওঠা। তারা আসবে, ছুঁয়ে দেখবে। অনুভব করবে, এ আমার এলাকার ছেলে, আমার জায়গার সাংসদ। নেতা হলে, ঘরের ছেলে হয়ে উঠলেই তো সেটা সম্ভব। তাই ক্ষমতায় নয়, ভালোবাসায় আমি বিশ্বাস করি।"