shono
Advertisement
Falta

ফলতার এসইজেড-এ বিধ্বংসী আগুন! লেলিহান শিখায় পুড়ে খাক গোডাউন, কয়েক লক্ষ টাকার ক্ষতি

আরও বড় দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
Published By: Suhrid DasPosted: 10:29 AM Mar 17, 2025Updated: 10:29 AM Mar 17, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার রাতে ওই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি রাসায়নিক কারখানার গুদামে ওই আগুন লাগে বলে খবর। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে। রবিবার গভীর রাতে সেক্টর ২ এলাকার প্লাটন নামে একটি কোম্পানির গোডাউনে আগুন দেখতে পাওয়া যায়। নিমেষে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়। প্রথমে আগুন নেভাতে ফলতা থেকে দমকলের দুটি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের ভয়াবহতা আঁচ করে বেহালা থেকে আরও দুটি ইঞ্জিন সেখানে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা।

এদিকে আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। আগুন এতটাই বেশি ছিল যে, বহু দূর থেকে তা দেখা যায়। গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়। অন্যান্য জায়গায় যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেদিকেও নজর দেওয়া হয়। ওই এলাকায় থাকা কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রেখে ফলতা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পেয়ে ফলতা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু কীভাবে লাগল ওই আগুন? দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। ওই গোডাউনে রাসায়নিক দ্রব্য মজুত রাখা ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
  • রবিবার রাতে ওই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
  • কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি জানতে শুরু হয়েছে তদন্ত।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup #IPL18 toolbarvideo শোনো toolbarshorts রোববার