shono
Advertisement

শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকে ‘সন্ধি চুক্তি’, এনডিএতে নাম লেখাবেন দেবেগৌড়ারা!

শুক্রবারই এই সংক্রান্ত ঘোষণা করতে পারেন বর্ষীয়ান নেতা।
Posted: 08:42 PM Sep 21, 2023Updated: 08:42 PM Sep 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া (HD Deve Gowda) ও তাঁর ছেলে এইচ ডি কুমারস্বামী বৃহস্পতিবার দেখা করলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shaha) সঙ্গে। আর তারপর থেকেই গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছে, আগামিকাল শুক্রবারই এনডিএ জোটে যোগ দিতে পারে তাঁদের দল।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেডিএস ও বিজেপির মধ্যে আলোচনা হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনে কর্নাটকে আসন রফা নিয়ে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই খবর। শুক্রবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন দেবেগৌড়া ও তাঁর ছেলে। এরপরই এনডিএ-তে তাঁদের দলের যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করা হবে।

[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন বাইশ গজে কে এল রাহুল-প্যাট কামিন্সদের লড়াই?]

তবে দেবেগৌড়াদের তরফে এখনও এবিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। কুমারস্বামী বলেছেন, ”আজ সন্ধ্যায় বৈঠক হয়েছে। বৈঠকের ফলাফল পরিষ্কার হয়ে গেলেই আগামিকাল সব জানিয়ে দেওয়া হবে।” উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেডিএস কংগ্রেসের সঙ্গে জোটে ছিল।

[আরও পড়ুন: প্রথম একদিনের ম্যাচে নেই স্টার্ক-ম্যাক্সওয়েল, চোট নাকি প্যাট কামিন্সের মাইন্ড গেম? জানতে পড়ুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement