shono
Advertisement

এক মুখ দাড়ি, মাথায় পাগড়ি, হঠাৎ করেই ভিডিও পোস্ট দেবের, ‘বাঘা যতীন’ নিয়ে দিলেন বিশেষ বার্তা!

১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘বাঘা যতীন’।
Posted: 08:22 PM Oct 05, 2023Updated: 08:22 PM Oct 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় এবার বক্স অফিসে বাঘা যতীন দেব। ইতিমধ্য়েই ছবির টিজারে হইচই ফেলে দিয়েছেন বাংলার এই সুপারাস্টার। তবে এবার ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করে চমকে দিলেন অভিনেতা। এক মুখ দাড়ি, মাথায় পাগড়ি পরে ‘বাঘা যতীন’ ছবির শেষ শুটিংয়ের ভিডিও আপলোড করলেন দেব। আর জানালেন, কবে প্রকাশ্য়ে আসছে ‘বাঘা যতীন’ ছবির ট্রেলার।

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে দেব জানালেন, ‘ আমাদের বাঘা যতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ। এই ছবিটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেরাটা দিয়ে খেটেছে। ছবিটা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করি আমি। আশা করি ভাল লাগবে আপনাদের সবার। সঙ্গে থাকবেন।’

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

“যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘা যতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছিল। তারপর সাধুর বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন। অরুণ রায়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দেব। সুপারস্টারের বিপরীতে রয়েছে নতুন নায়িকা।

২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা। ১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘বাঘা যতীন’। হিন্দি প্রি-টিজার প্রকাশ করা হবে স্বাধীনতা দিবসে। টিজারের বাঘের দৃশ্য আবার তৈরি করেছেন ‘RRR’ খ্যাত গ্রাফিক শিল্পী।

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement