সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রিম গার্লকে তবু জনতার মাঝে দেখা যায়, জনপ্রতিনিধি হিসেবে৷ ভোট মরশুমে তিনি তো গমখেতে নেমে কৃষকদের সঙ্গে হাতও লাগিয়েছেন৷ তবে তাঁর স্বামী, সিনেপ্রেমী ভারতীয়দের মনের মাঝে থাকা ধর্মেন্দ্রকে শেষ কবে জনতার ভিড়ে দেখা গিয়েছিল, মনে করতে পারেন না অনেকেই৷
[ আরও পড়ুন: ‘প্রতিপক্ষকে দুর্বল মনে করি না’, একান্ত সাক্ষাৎকারে অকপট প্রিয়া দত্ত]
রবিবার সেই ব্যতিক্রমী ছবিটাই দেখা গেল উত্তরপ্রদেশের মথুরায়৷ এই লোকসভা কেন্দ্র থেকে আবারও বিজেপির হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ হেমা মালিনী৷ এখানে ভোট আগামী বৃহস্পতিবার, ১৮ তারিখ৷ তার আগের রবিবার তাই স্ত্রী’র সঙ্গে প্রচার করলেন ধর্মেন্দ্র৷ মথুরার এক জনসভায় ফের পাশাপাশি দেখা গেল একসময়ের বলিউড জুটিকে৷ একেই হেমা মালিনীর প্রচার, তার উপর উপস্থিত ধর্মেন্দ্র৷ ছুটির দিনে তাই সভায় ভিড় ছিল উপচে পড়া৷ জনসভায় মানুষজনকে দেখে ধর্মেন্দ্র বললেন, ‘হেমা মালিনীকে ভোট দিন৷ আপনাদের সমর্থন ছাড়া আমরা এই জায়গাকে একটুও এগিয়ে নিয়ে যেতে পারব না৷’
এদিন সকালেই হেমা মালিনী টুইটারে সুখবরটি জানিয়েছিলেন৷ লিখেছিলেন, ‘আজ আমার জন্য একটা বিশেষ দিন৷ ধর্মজি আজ মথুরা এসেছেন, সারাদিন আমার সঙ্গে প্রচারে থাকবেন৷ আমি জানি, মানুষ ভীষণ উদগ্রীব তাঁকে দেখার জন্য এবং তাঁর কথা শোনার জন্য৷’ সেইমতোই মথুরার জনসভায় বিজেপি কর্মী, সমর্থকরা চড়া রোদ মাথায় নিয়েই ধর্মেন্দ্রকে দেখতে ভিড় করেন৷ এদিন তাঁর পরনে ছিল নস্যি রঙের শার্ট, ট্রাউজার৷ মাথায় ছিল কাউবয় হ্যাট৷ ‘হিরো’কে কাছে পেয়ে উচ্ছ্বসিত জনতা৷ তবে এদিনের সভায় খুব বেশিক্ষণ ছিলেন না ধর্মেন্দ্র৷ সংক্ষিপ্ত বক্তব্য সেরেই চলে যান৷
[ আরও পড়ুন: তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাওয়ার হুমকি, বিতর্কে লকেট চট্টোপাধ্যায়]
আসলে অসুস্থতার জন্য ইদানিং খুব একটা বাইরে বেরোন না তিনি৷ কিন্তু, স্ত্রী এখন ভরপুর রাজনীতিতে৷ কয়েকবারের সাংসদ৷ আবার অবতীর্ণ হয়েছেন ভোট পরীক্ষায়৷ তাই স্ত্রী’র পাশে দাঁড়াতে প্রচার সভা করলেন ধর্মেন্দ্র৷ যদিও এবারও নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেমা মালিনী৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের খতিয়ান দিয়ে তিনি বলেছেন,‘আমি এই কেন্দ্রে জল, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি৷ রাস্তা চওড়া হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে৷ একটা পাসপোর্ট অফিসও খুলেছি৷ আগে এখানকার মানুষজনকে পাসপোর্ট করতে আলিগড় যেতে হত৷ গত ৫ বছর ধরে তা আর হয় না৷’ তবে গমখেতে নেমে কৃষকদের সঙ্গে মিশে যাওয়ার যে চেষ্টা তিনি করেছেন, তা দেখে বিরোধীরা বলছেন, এটা নেহাতই ভোট প্রচারের স্বার্থে৷ এত কৃষকদরদী হলে, হেলিপক্টার, দামি গাড়ি চড়েন কেন জনপ্রতিনিধি? এসবের পর হেমার তারকা স্বামীর আহ্বানে কতটা সাড়া দেবেন মথুরাবাসী, তা তো আর মাস খানেক পরই বোঝা যাবে৷
The post ড্রিম গার্ল ছাড়া উন্নতি অসম্ভব, স্ত্রী’র প্রচারে মথুরার জনসভায় বললেন ধর্মেন্দ্র appeared first on Sangbad Pratidin.