সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরিদ্রদের আর্থিক সাহায্য করছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এই কথা বলে প্রতারণা করে একটি শিশুকে অপহরণ করার অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, দিন তিনেক আগে ঘটনাটি ঘটেছে রাঁচিতে (Ranchi)। এখনও দেড় বছর বয়সি শিশুটির খোঁজ মেলেনি। পুলিশ এখনও শিশুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বলেই খবর।
ঠিক কীভাবে অপহরণ করা হয়েছে শিশুটিকে? জানা গিয়েছে, রাঁচিতে হরমু এলাকায় একটি দোকানে গিয়েছিলেন মধু নামে এক মহিলা। তাঁর সঙ্গে ছিল আট বছর ও দেড় বছর বয়সি দুই শিশুকন্যা। সেই সময়েই বাইকে চেপে হাজির হয় এক ব্যক্তি ও এক মহিলা। তাঁরা মধুকে জানান, দরিদ্রদের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন ধোনি। সেই কথা শুনে ওই দুজনের সঙ্গে সাহায্য নিতে যান মধু।
[আরও পড়ুন: মোদির ‘বিকশিত ভারতে’ আপত্তি নির্বাচন কমিশনের, ভোটমুখী ৫ রাজ্যে বন্ধ যাত্রা]
হরমুতে পৌঁছে মধুকে জানানো হয়, সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি বৈঠক চলছে। এর পরে নানা কথায় মধুকে ভুলিয়ে বাইকে করে দেড় বছরের শিশুকন্যাটিকে নিয়ে পালিয়ে যায় দুজন। চেষ্টা করেও তাদের ধরতে পারেননি মধু। ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু তিনদিন কেটে যাওয়ার পরেও শিশুটির খোঁজ মেলেনি। এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।
তবে পুলিশের তরফে বলা হয়, মধুর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এক শীর্ষ আধিকারিক বলেন, “প্রথমে মধু জানান, তাঁকে সরকারি সাহায্যের কথা বলেছিল বাইকে চেপে আসা দুজন। বেশ খানিকক্ষণ পরে তিনি বলেন, ধোনির নাম করে সাহায্য দেওয়ার কথা বলেছে তারা।” এই ঘটনার সঙ্গে ধোনির নাম জড়ানোর বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তবে অপহরণকারীদের পরিচয় সংক্রান্ত কোনও তথ্য এখনও পুলিশের হাতে আসেনি।