সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে রাখা হয়নি তাঁকে। তারপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। তবে কি তাঁর সময় ফুরিয়ে এল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও তবে কি তাঁকে ছাড়াই দল বাছাই করবেন জাতীয় নির্বাচকরা? সব প্রশ্নের উত্তর যেন পাওয়া গেল সোমবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি।
ছোট ফরম্যাটের ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটারই। তবে সঙ্গে একথাও মেনে নিয়েছেন, ধোনির উপস্থিতি গোটা দলকে একটা আলাদা আত্মবিশ্বাস এনে দেয়। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা তাঁর থেকে প্রতিদিনই কিছু না কিছু শেখেন। তাছাড়া গত আইপিএল-এও ক্যাপ্টেন কুলের নেতৃত্বের ধার টের পেয়েছিল বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি। দু’বছর পর চেন্নাইয়ের জার্সি গায়ে চাপিয়েই দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করেছিলেন মাহি। তাই তাঁকে ছাড়া বিশ্বকাপ যেন ভাবাই যায় না। তবে এদিন সেসব জল্পনা অনেকটাই কেটে গেল, যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত হল ধোনির নামও। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেও থাকছেন তিনি।
[২০২২ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন বিগ বি! ব্যাপারটা কী?]
বক্সিং ডে টেস্টে মেলবোর্নে অজিদের বিরুদ্ধে কঠিন লড়াই বিরাট কোহলিদের। তার মধ্যে বড়দিনের আগের দিনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। দুই ফরম্যাটেই রয়েছেন ঝাড়খণ্ডের রাজপুত্র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ফেব্রুয়ারিতে কিউয়িদের বিরুদ্ধে শুরু হবে লড়াই। ধোনির পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১৬ জনের ভারতীয় দলে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়াও।
[‘হনুমান একজন ক্রীড়াবিদ ছিলেন’, চেতন চৌহানের মন্তব্যে বিতর্ক]
The post নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন ধোনি appeared first on Sangbad Pratidin.