shono
Advertisement

‘ইভিএমে পদ্মে বোতাম টেপার সময়ই আলো নিভে যাচ্ছে’, বিস্ফোরক ধূপগুড়ির মিতালি রায়

ভোটারদের টর্চ জ্বেলে ভোট দেওয়ার পরামর্শ দিলেন দলবদলকারী নেত্রী।
Posted: 12:25 PM Sep 05, 2023Updated: 12:34 PM Sep 05, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগেই দলবদল করে আলোচনার শীর্ষে উঠে এসেছিলেন। আর ভোটের দিন বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপিতে (BJP)  যোগদানকারী ধূপগুড়ির নেত্রী মিতালি রায়। মঙ্গলবার বেলার দিকে তিনি ধূপগুড়ির ১৫/২০৩ নং বুথে ভোট দেন। সেখান থেকে বেরিয়ে অভিযোগ করেন, মানুষ যখন বিজেপিকে ভোট দেওয়া মনস্থ করে ইভিএমে (EVM) বোতাম টিপতে যাচ্ছেন, তখনই আলো বন্ধ হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের টর্চ জ্বালিয়ে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি।

Advertisement

সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ধূপগুড়িতে (Dhupguri)। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন (By Election) হচ্ছে। সকাল সকালই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রার্থীরা। ভোট দিয়েছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, সস্ত্রীক তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ও বিজেপি প্রার্থী তাপসী রায়। এরপর সদ্য তৃণমূল থেকে বিজেপিতে পা রাখা দলবদলকারী মিতালি রায় ভোট দিতে যান। নির্বিঘ্নে ভোটও দেন। কিন্তু বেরিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তোলেন।

[আরও পড়ুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান, নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী]

মিতালি রায়ের স্পষ্ট অভিযোগ, ”মানুষ যখন সিদ্ধান্ত নিচ্ছে যে ইভিএম-এ পদ্মফুলকে ভোট দেবেন, ইভিএমে বোতাম টিপতে গেলেই আলো নিভে যাচ্ছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রিসাইডিং অফিসারকে বলা সত্ত্বেও লাভ হয়নি। ওরা আসলে বুঝে গিয়েছে, বিজেপিকে ভোট দিতে, নরেন্দ্র মোদিকে ভোট দিতে মানুষ আগ্রহী। তাই এভাবে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু জেনে রাখুন, ধূপগুড়িতে ওরা জিতবে না। জিতবে তাপসী রায়ই। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাব। আর বাকি ভোটারদের বলেছি, ভিতরে টর্চ নিয়ে যান। ইভিএমের বোতাম টেপার সময় টর্চের আলো জ্বেলে নিন।”

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচন: বন্যপ্রাণীদের ভয় দূরে সরিয়ে জঙ্গল এলাকায় ভোটের লাইনে এলাকাবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার