সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের পাশাপাশি ঘরকন্নাও দিব্যি সামলাচ্ছেন আলিয়া ভাট। বলিউডের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ বর্তমানে কাপুর পরিবারের মিষ্টি সুগৃহিণী বউমা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করার পাশাপাশি ‘গাঙ্গুবাই’ এখন হলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করে চলেছেন। সম্প্রতি জাতীয় পুরস্কারেও ভূষিত হয়েছেন অভিনেত্রী। উপরন্তু রাহার মা হিসেবেও এখন অনেক দায়িত্ব পালন করতে হয় আলিয়াকে (Alia Bhatt)। এবার তাঁকে দেখা গেল শাশুড়ির সঙ্গে পুজোঅর্চনায় মন দিতে।
সম্প্রতি, নেটপাড়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানেই আলিয়াকে দেখা গেল শাশুড়ি নীতু কাপুর (Neetu Kapoor) এবং একদল কচিকাচা মেয়ের সঙ্গে ছবি তুলতে। সকলের কপালেই সিঁদুরে টিপ। সেই ভাইরাল ছবি দেখেই ভক্তরা মনে করছেন, এটা হয়তো নবরাত্রির সময়কার ছবি। শাশুড়ি নীতুর সঙ্গে কন্যাপুজো করেছেন বউমা আলিয়া ভাট। যা কিনা কুমারি পুজো বলেও পরিচিত অনেকের কাছে। যদিও দুই তারকার তরফে কোনওরকম সিলমোহর মেলেনি, তবে আলিয়া যে মাত্র এক বছরেই পুরোদস্তুর কাপুর পরিবারের ‘সংস্কারি বউমা’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। কারণ দিওয়ালি, ক্রিসমাসের মতো উৎসব অনুষ্ঠানে কাপুরদের পারিবারিক আড্ডায় হাজির থাকেন আলিয়া। এবার সম্ভবত বাড়িতে কন্যা পুজোও করলেন।
[আরও পড়ুন: মন্নত নয়, এবার আম্বানির জমিতে জন্মদিন সেলিব্রেট করবেন শাহরুখ, কেন জানেন?]
প্রসঙ্গত, বর্তমান সময়টা বেশ যাচ্ছে অভিনেত্রীর। ‘রকি অউর রানি’ বক্স অফিসে শোরগোল ফেলে হইহই করে ব্যবসা করেছে। অন্যদিকে, তাঁর হলিউড ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’ও চলতি বছরেই মুক্তি পেয়েছে। যে ছবিতে আলিয়ার অভিনয় সিনেসমালোচকদের কলমে বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে, এবছরই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী, তা বলাই যায়।