shono
Advertisement

পরিণীতির পর এবার বিয়ের পিঁড়িতে উরফি জাভেদ! সোশাল মিডিয়ায় ভাইরাল ‘রোকা’র ছবি

ছবি ঘিরে তুমুল শোরগোল সোশাল মিডিয়ায়।
Posted: 04:24 PM Oct 03, 2023Updated: 04:24 PM Oct 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরে থাকতে নানা কাণ্ড ঘটিয়ে থাকে উরফি জাভেদ (Urfi Javed)। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার যৌন আবেদন ভরা উদ্দাম নাচের ভিডিও আপলোড করেন। তবে এবার উরফি নিজে কিছু করেননি। বরং তাঁর ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা দেখেই তুমুল উত্তেজনা। দাবি, রোকা (বিয়ের আগের অনুষ্ঠান) করে ফেলেছেন সোশাল মিডিয়া স্টার। তাহলে কি পরিণীতি চোপড়ার পর এবার উরফি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? উঠছে এমন প্রশ্ন।

Advertisement

যে ছবি ভাইরাল হয়েছে তাতে উরফিকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। তাতে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়া ভাবেই চুপিসাড়ে রোকা সেরে ফেলেছেন উরফি।

[আরও পড়ুন: ছুটিতে গিয়ে বিপাকে ঋত্বিক-পার্ণো, রহস্য সমাধানে রঞ্জিত মল্লিক, কেমন হল ‘তারকার মৃত্যু’? ]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

তবে সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি। তবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি গুলো দেখে কোনও গিমিক মনে হচ্ছে না। এমনটাই মত নেটিজেনদের। যদি তেমনই হয় তাহলে হয়তো উরফি অন্য ধর্মের পাত্রের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে পারেন। আবার এ পুজো অন্য কারণেও হতে পারে, এমন মত প্রকাশ করেছেন অনেকে।

[আরও পড়ুন: চোরাশিকারিদের ধরতে রণংদেহি মেজাজে কোয়েল, দেখুন ‘জঙ্গলে মিতিন মাসি’র ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement