shono
Advertisement

Breaking News

হাত দিয়ে স্তন ঢেকে ভিডিও পোস্ট উরফির, ক্যাপশনে কেন টুইটার কর্তার নাম?

শনিবার নিজের এই ভিডিওটি পোস্ট করেছেন উরফি।
Posted: 09:54 PM Oct 29, 2022Updated: 09:54 PM Oct 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নানা কাণ্ড উরফি জাভেদ (Urfi Javed) ঘটিয়ে থাকেন। এবার এক ঘটনা ঘটালেন যাতে পরোক্ষভাবেই টুইটার কর্তা এলন মাস্কের (Elon Mask) নাম জড়িয়ে দিলেন। এক হাতে স্তন ঢেকে ভিডিও পোস্ট করলেন উরফি। ভিডিওর ক্যাপশনেই টুইটার কর্তার কথা উল্লেখ করেছেন তিনি।

Advertisement

খোলামেলা পোশাকের সুবাদে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে উরফি জাভেদ। মিউজিক ভিডিওয় অশ্লীল পোশাক পরায় অভিযোগও দায়ের হয়েছে সোশ্যাল মিডিয়া স্টারের বিরুদ্ধে। তাতে অবশ্য উরফি দমবার পাত্রী নন। এক হাতে স্তন ঢাকা অবস্থায় ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়া স্টার লেখেন, “যতক্ষণ না তুমি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক কিনে নিচ্ছ ততদিন এভাবেই আমাকে দেখতে হবে।”

[আরও পড়ুন: প্রাক শীতের ‘হাওয়া’য় প্রাণ’চঞ্চল’ কলকাতা, বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর ছবিতে মজে সিনেপ্রেমীরা]

নিজের পোস্টের মাধ্যমেই নিন্দুকদের জবাব দিয়েছেন উরফি। আর তা দিতে গিয়ে আবার লিখেছেন, “তোমরা গোটা দুনিয়াকে কন্ট্রোল করো না। তোমরা সেই ধরনের অ্যাভারেজ (সাধারণের থেকেও বেশি নিম্নরুচির) মানুষ যাঁরা মনে করে যে মেয়েদের শরীর নিয়ে মন্তব্য করাটা তাঁদের অধিকার।”

 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর প্রকাশ্যে আসে উরফি অভিনীত মিউজিক ‘হায় হায় ইয়ে মজবুরি’।  মনোজ কুমার পরিচালিত সিনেমায় গানটি গেয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশক। সেই গানের রিমেক ভার্সানে নাচেন উরফি। লাল শাড়ির সঙ্গে ব্রালেট পরেছিলেন উরফি। শোনা গিয়েছে, তা নিয়েই আপত্তি তোলা হয়েছে। দিল্লির এক থানায় অভিযোগটি জানানো হয়েছে। তবে তা কে বা কারা জানিয়েছেন সেই সম্পর্কে কিছু জানা যায়নি।  নিজের এই পোস্টের মাধ্যমে যেন এই ধরনের নিন্দুকদেরই জবাব দিলেন উরফি। আর পরোক্ষে হলেও তাতে টুইটার কর্তা হিসেবে এলন মাস্কের নাম জড়িয়ে দিলেন।

উল্লেখ্য, বহু টালবাহানার পর টুইটারের মালিকানা পান মার্কিন ধনকুবের এলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটটির মালিকানা পেয়েই তিনি ছেঁটে ফেলেছেন টুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে। টুইটারের অন্যান্য শীর্ষ নেতাদেরও ছেঁটে ফেলেছেন তিনি। অবশ্য মাস্ক টুইটারের মালিক হওয়ায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)  ভীষণ খুশি। কারণ নিজের নিষিদ্ধ টুইটার অ্যাকাউন্টটি এবার ফেরত পেতে চান তিনি।

[আরও পড়ুন: ‘হিরোদের এরম বিরাট ছবি থাকে’, ‘কথামৃত’র পোস্টারে নিজেকে দেখে বিস্মিত কৌশিক গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement