shono
Advertisement

৬০তম জন্মদিন পালনের পর পরই ফের অসুস্থ মারাদোনা, ভরতি হাসপাতালে

বহুদিন ধরেই ভয়ংকর মানসিক অবসাদে ভুগছেন ফুটবলের রাজপুত্র।
Posted: 11:42 AM Nov 03, 2020Updated: 11:42 AM Nov 03, 2020
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ৬০ তম জন্মদিন পালনের কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভরতি হতে হল ফুটবলের রাজপুত্র মারাদোনাকে (Diego Maradona)। সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন ফুটবলের রাজপুত্র। তাঁকে তড়িঘড়ি লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভরতি করা হয়েছে। যদিও মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের দাবি প্রাক্তন আর্জেন্টিনা (Argentina) অধিনায়কের অসুস্থতা গুরুতর কিছু নয়। বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। যার প্রভাব পড়ছে তাঁর শারীরিক অবস্থায়। আপাতত কয়েকদিন হাসপাতালে ভরতি থেকে বেশ কিছু পরীক্ষা করা হবে ফুটবল রাজপুত্রের।

Advertisement

প্রথমে শোনা গিয়েছিল, মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তাঁর শরীরে করোনার (Coronavirus) প্রভাবও রয়েছে। সেসব গুজব উড়িয়ে দিয়ে তাঁর চিকিৎসক লিপোলদো লুকি (Leopoldo Luque) জানিয়েছেন, মারাদোনার শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি। তিনি হৃদরোগেও আক্রান্ত হননি। তাঁর অসুস্থতা ততটা গুরুত্বপূর্ণ নয়। আসলে বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। তাঁকে গ্রাস করেছে অবসাদ। যার প্রভাব পড়ছে তাঁর শরীরের উপরও। চিকিৎসকদের মতে, মারাদোনার শরী‌রে ডিহাইড্রেশানের সমস্যা দেখা দিয়েছে। রক্তাল্পতার সমস্যাও রয়েছে।

[আরও পড়ুন: করোনামুক্ত হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই নজরকাড়া পারফরম্যান্স রোনাল্ডোর]

ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লুকি বলছেন, মারাদোনার এখন বয়স হচ্ছে। প্রচুর মানসিক সমস্যা ওর। তাঁর কথায়,”মারাদোনা একজন বয়স্ক রোগী। ওর জীবনে প্রচুর সমস্যা। আসলে মারাদোনার মতো বাঁচাটা একেবারেই সহজ কাজ না। এইসময় ওর প্রয়োজন আমাদের সাহায্যের।” তবে তিনি একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন, ফুটবল রাজপুত্রের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। লুকি বলছিলেন,”দিয়েগো সুস্থই আছে। তবে আমি ওকে যতটা ভাল দেখতে চাইছি, ততটা নয়। তাই আমিই ওকে বলেছিলাম কয়েকটা দিন ক্লিনিকে গিয়ে আরেকটু ফিট হয়ে আসতে।” উল্লেখ্য, গত শুক্রবারই নিজের ৬০তম জন্মদিন পালন করেছেন কিংবদন্তি। তারপরই এই অসুস্থতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement