সুরজিৎ দেব ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গঙ্গাসাগরে জনসভার আগে বৃহস্পতিবার সকালে কপিলমুনির আশ্রমে পুজো দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যোগ দিলেন চায়ে পে চর্চায়। শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ। সেইসঙ্গে এদিনও রাজ্য সরকারকে নিশানা করেন মেদিনীপুরের সাংসদ।
বৃহস্পতিবার সকালে কপিলমুনির মন্দিরে পুজো দিয়েই চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের জন্য কী কী করবে, তা সকলের সামনে তুলে ধরেন। আমজনতাকে বোঝানোর চেষ্টা করেন বর্তমানে তৃণমূল সরকার রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করছে। সরকারি সম্পত্তি ধ্বংস করছে। কাটমানি প্রসঙ্গেও শাসকদলকে একহাত নেন বিজেপি সাংসদ। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমুদ্র বাঁধ। ভরা কোটালে বারবার বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। স্থানীয়দের মুখে সেকথা শুনে এদিন দিলীপ ঘোষ সাগরের বোটখালি গ্রামে সমুদ্র বাঁধের অবস্থাও দেখতে যান। সেখান থেকে বাঁধ সারাইয়ের টাকা, কংক্রিটের বাঁধ মেরামতির টাকা তছরুপের অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে।
[আরও পড়ুন: ভোটের আগে বেআইনি অস্ত্র-সহ ধৃত বিজেপি নেতা, অবরোধ-পালটা পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র খড়দহ]
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মী খুন প্রসঙ্গেও শাসকদলকে নিশানা করেন দিলীপ ঘোষ। অভিযোগ করেন, অন্যায়ের প্রতিবাদ করার কারণেই রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের কর্মীদের খুন করা হচ্ছে। যদিও এভাবে তাঁদের থামানো যাবে না বলেও হুঙ্কার দেন তিনি। বলেন, “একমাত্র বিজেপি সরকার এলেই সাধারণ মানুষের দুর্দশা দূর হবে। তাই একুশে বিজেপিই আসবে।”