সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গিয়েছে ইরানের গোপন পরমাণু অস্ত্র গবেষণাগার? সম্প্রতি প্রকাশ্যে আসা এক কৃত্রিম উপগ্রহ চিত্র সেই জল্পনা ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে। জানা যাচ্ছে, গতমাসে ইরানের পারচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলায় ধ্বংস হয় ইরানের 'টপ সিক্রেট' পরমাণু কেন্দ্র। যদিও সে দাবি উড়িয়ে দিয়েছে ইরান।
গত ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যার বদলা নিতে ক্ষোভের আগুনে ফুঁসছিল তেল আভিভ। সেই হামলার জবাবে গত ২৬ অক্টোবর ইরানের তিনটি জায়গাকে টার্গেট করে পালটা হামলা চালায় ইজরায়েল। যেগুলি হল, তেহরান, খুজেস্তান ও ইলাম। এই তেহরানের অন্তর্গত পারচিন মিলিটারি কমপ্লেক্স। এখানে ইরানের গোপন পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তিন মার্কিন ও দুই ইজরায়েলি আধিকারিক। তাদের দাবি, ওই অঞ্চলে গোপনে পরমাণু অস্ত্র গবেষণাগার চালাচ্ছিল ইরান। এই ইজরায়েলের হামলায় তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এবং পরমাণু অস্ত্র পরীক্ষার কাজে ইরানকে বহু পিছনে ঠেলে দিয়েছে।
প্রকাশ্যে আসা সেই উপগ্রহ চিত্র।
ইজরায়েলের ওই আধিকারিকের দাবি, ২৬ অক্টোবর ইরানের উপর জবাবি হামলায় সেখানকার গবেষণাগারের অত্যাধুনিক সব যন্ত্রপাতি ধ্বংস করেছে ইজরায়েল। উদাহরণ স্বরূপ, পরমাণু অস্ত্রের প্লাস্টিকের একটি অংশ তৈরি করা হত এই গবেষণাগারে। যা পরমাণু অস্ত্রের ইউরেনিয়ামের অংশ ঘিরে রাখত। সেই যন্ত্র ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। জানা যায়, প্লাস্টিকের অংশটি বিস্ফোরকের ‘ডিটোনেটর’ হিসেবে কাজ করত। এই অংশটি তৈরি করার যন্ত্রটি ধ্বংস হয়ে যাওয়ায় বিস্ফোরণ প্রক্রিয়াটিই সম্ভব হবে না।
ইজরায়েল ও আমেরিকা এমন দাবি করলেও তা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে ইরান। এখানকার বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি পরমাণু অস্ত্র গবেষণার বিষয়টি সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, 'ইরান পরমাণু অস্ত্রের পিছনে ছুটছে না। ইজরায়েল ও আমেরিকা ভিত্তিহীন মিথ্যা গল্প শোনাচ্ছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র পরীক্ষার অভিযোগ দীর্ঘদিনের। বার বার অভিযোগ উঠেছে গোপনে পরমাণু অস্ত্র গবেষণা করছে ইরান। এই বিষয়ে ইরানকে সতর্ক করেছে আমেরিকা। তবে অভিযোগ, হোয়াইট হাউসের বার্তা কানে তোলেনি ইরান। এবার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনে দাবি করা হল, ইরানের সেই পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে ইজরায়েলের হামলায়।