shono
Advertisement

Breaking News

Neymar

'এটা তো মেডিক্যাল সেন্টার নয়', 'চোটপ্রবণ' নেইমারকে চরম অপমান ব্রাজিলীয় ক্লাবের

জল্পনা শুরু হয়েছে, আগামী মরশুমে নেইমারকে আর দলে রাখবে না আল হিলাল।
Published By: Anwesha AdhikaryPosted: 02:45 PM Nov 17, 2024Updated: 04:25 PM Nov 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের অনেকটা সময়েই চোট পেয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। দিনদশেক আগে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন। এহেন অবস্থায় নেইমারকে চূড়ান্ত কটাক্ষ করল তাঁরই দেশের ক্লাব। ব্রাজিলীয় ক্লাব পামেইরাস স্পষ্ট জানিয়ে দিল, তারা নেইমারকে সই করাতে মোটেই আগ্রহী নয়। কারণ তারা মেডিক্যাল সেন্টার নয়।

Advertisement

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেইমারের। দিন কয়েক আগেই চোটমুক্ত হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের জার্সিতে ডাক পাননি। তার মধ্যেই ফের চোটের কবলে পড়েন ব্রাজিলীয় তারকা। সৌদির ক্লাব আল হিলালের হয়ে খেলার সময় চোট পান তিনি। খেলার শেষদিকে একটি পাস ধরতে যাওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। দ্রুত তাঁকে তুলে নেওয়া হয়।

আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে নামার আগে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা। ফিট হয়ে গেলেও ম্যাচ খেলার ধকল নিতে পারবেন না, এই যুক্তিতেই ব্রাজিলের দলে তাঁকে রাখেননি কোচ দোরিভাল জুনিয়র। তার পরেও আল হিলালের হয়ে খেলতে নেমেছিলেন নেইমার। কিন্তু তার পরেই ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি।

এহেন পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে, আগামী মরশুমে নেইমারকে আর দলে রাখবে না আল হিলাল। সেক্ষেত্রে তিনি স্বদেশীয় পামেইরাস খেলতে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট লেলা পেরেরা বলেন, "নেইমার পামেইরাস হয়ে খেলবে না। কারণ এটা ফুটবল ক্লাব, মেডিক্যাল সেন্টার নয়। আমি চাই প্রত্যেক প্লেয়ারই খেলার জন্য তৈরি থাক। কোচ বললে পরের দিনই যেন তারা মাঠে নেমে পড়ে।" দলে থেকেও যে মাঠে নামতে পারে না, সেরকম ফুটবলারকে দলে নেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেন পামেইরাস কর্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেইমারের। দিন কয়েক আগেই চোটমুক্ত হয়ে মাঠে ফিরেছিলেন তিনি।
  • আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে নামার আগে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা।
  • দলে থেকেও যে মাঠে নামতে পারে না, সেরকম ফুটবলারকে দলে নেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেন পালমেইরা কর্তা।
Advertisement