shono
Advertisement

ফের ‘৩ বার বিয়ে’নিয়ে অমর্ত্য সেনকে কটাক্ষ দিলীপের, পালটা দিলেন সৌগত

'অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলাচ্ছেন', অভিযোগ বাবুল সুপ্রিয়র।
Posted: 01:15 PM Dec 29, 2020Updated: 01:15 PM Dec 29, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই শিরোনামে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রায় প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসকদলকে নিশানা করেন তিনি। এবার আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে।

Advertisement

প্রতিদিনের মতোই মঙ্গলবার প্রাতঃভ্রমণে ইকো পার্কে (Eco Park) যান রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকেই অমর্ত্য সেনের “মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। যে কোনও মানুষ যে কোনও ধর্মগ্রহণ করতে পারেন।” এই মন্তব্যের পালটা দিতে গিয়ে ব্যাক্তিগত আক্রমণ করেন দিলীপ। বলেন, “উনি তিনবার তিনধর্মে বিয়ে করেছেন। ব্যক্তিগত বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। সে বিষয়ে বিশেষ কিছু বলব না।” অমর্ত্য সেনকে তোপ দেগে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশের মানুষের কথা ভাবেননি তাঁর কাছে নীতিকথা শুনব না।” এরপর তৃণমূলকে খোঁচা দিয়ে দিলীপ বলেন, “যাঁরা ওঁনার কথা শুনছে তাঁরা ডুবছে। আমরা শুনব না।”

[আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতে ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন! প্রথমে পাবেন SSKM কর্মীরা]

অর্মত্য সেন প্রসঙ্গে এই নজিরবিহীন মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেন, “ওনার মতো মানুষের পক্ষে অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা সম্ভব নয়। অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেকারণেই তাঁকে এত অপছন্দ বিজেপির।” উল্লেখ্য, কেন্দ্রের নীতির বিরোধিতায় অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলাচ্ছেন নোবেলজয়ী।”

[আরও পড়ুন: বাইপাসের ধারের হোটেল বৈঠক বিজেপির, সপরিবারে সেখানেই হাজির জিতেন্দ্র তিওয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement