shono
Advertisement

Breaking News

‘কালীঘাটের টালির ছাদের নিচে জমছে কাটমানি!’, কিষাণ মোর্চার সভা থেকে তোপ দিলীপের

'চিন্তায় শুকিয়ে যাচ্ছেন দিদিমণি, মায়া হয়!', মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষের।
Posted: 02:26 PM Dec 06, 2020Updated: 04:43 PM Dec 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিষাণ মোর্চার সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন বাড়ছে আলুর দাম? জবাব চাইলেন রাজ্যের কাছে। অভিযোগ করলেন, “কালীঘাটের টালির ছাদের নিচেই জমছে কাটমানি!”

Advertisement

রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মুকুন্দপুরে কিষাণ মোর্চার সভায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সকলকে বোঝান, কৃষকদের কথা ভেবে মোদি কী কী করেছেন। বলেন, “মোদিজি কৃষকদের কষ্ট বোঝেন। সেই কারণেই আলুর সহায়ক মূল্য বাড়িয়েছেন।” আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে এদিন ফের তিনি বলেন, “আলুর কাটমানির টাকা যাচ্ছে কালীঘাটের টালির ছাদের নিচে। সব ওখানে জমছে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বলেন, “দিদিমণি সব কিছুরই বিরোধিতা করেন। কারণ উনি মানুষের কথা ভাবেন না।”

[আরও পড়ুন: কোভিড হাসপাতালের ডাক্তার, নার্সদের জন্য বোর্ডিং-হোটেল খরচ আর নয়, জানাল রাজ্য]

কয়লা পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মেদিনীপুরের সাংসদ বলেন, “সব পাচার বন্ধ। কেন্দ্রীয় সংস্থা তদন্তে নেমেছে। সব সত্য এবার প্রকাশ্যে আসবেই।” এরপরই ব্যঙ্গাত্মক ছলে সাংসদ বলেন, “যেখানে যা হচ্ছে উনি চিংড়ি মাছের মতো লাফাচ্ছেন। চিন্তায় দিদিমণি শুকিয়ে যাচ্ছেন। দেখে মায়া হয়। উনি ক্ষমতায় থেকেও এই অবস্থা। আর আমরা ক্ষমতায় না থেকেও দিব্যি আছি।” মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন আমফানের ত্রাণ নিয়েও। হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনও ধান্দাবাজি চলবে না।” অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন কৈলাস বিজয়বর্গীয়। বলেন, “মমতার রাজত্বে বিজেপি করা অপরাধ। বিজেপি কর্মী-সমর্থকদের শহিদ হতে হচ্ছে। সারা দেশে আম্বেদকরের সংবিধান চলে। বাংলায় চলে ভাইপোর সংবিধান। কৃষি আইন নিয়ে মমতার বিরোধিতা দ্বিচারিতা।”  শুভেন্দু প্রসঙ্গে বলেন, “উনি এলে সম্মানজনক পদ দেওয়া হবে।”

[আরও পড়ুন: রেল অবরোধের জের, সভায় যোগ দিতে শিলিগুড়ি যাওয়ার পথে দীর্ঘক্ষণ আটকে বিমল গুরুং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার