অর্ক দে, বর্ধমান: 'বিক্ষুব্ধ' তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের (Sunil Mandal) বাড়িতে জন্মদিন পালন দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। কানাঘুষো শোনা যাচ্ছে, টিকিট না পেয়েই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বিদায়ী তৃণমূল সাংসদ। এদিকে দিলীপের দাবি, বিজেপিতেই আছেন সুনীল। সব মিলিয়ে জোর চর্চা শুরু হয়েছে সবমহলে।

বর্ধমান পূর্বের তৃণমূলের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডল। তবে একটা সময়ে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন তিনি। যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু গেরুয়া শিবিরে যাওয়ার কয়েকদিন পরই মোহভঙ্গ হয় তাঁর। পরবর্তীতে ফের তৃণমূলে ফেরার চেষ্টা শুরু করেন। একটা সময়ে পর তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গেই দেখা যেত তাঁকে। স্বাভাবিকভাবেই ঘর ওয়াপসির জল্পনা শুরু হয়। কানাঘুষো শোনা যায়, পুনরায় তৃণমূলের পতাকা হাতে না নিলেও দলে ফিরে গিয়েছিলেন তিনি। তার পর অনেকটা সময় পেরিয়েছে।
[আরও পড়ুন: প্রথম দফা ভোটের LIVE UPDATE: নটা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ১৫ শতাংশ, দেশের মধ্যে সর্বোচ্চ]
২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল। টিকিট না পাওয়ায় তার পরই ফের চর্চায় সুনীল মণ্ডল। বৃহস্পতিবার ছিল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের জন্মদিন। জানা গিয়েছে, বিদায়ী তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে জন্মদিন পালন করেছেন দিলীপ ঘোষ। যা নিয়ে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। অনেকেরই দাবি, টিকিট না পেয়েই বিজেপির পথে সুনীল মণ্ডল। তবে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে দিলীপ বলেন, "অনুরোধ না করতেই আমাদের দলে চলে এসেছিলেন উনি। এখনও দলেই আছেন।"