shono
Advertisement

টার্গেট ২০২১-এর বিধানসভা, আট জেলার সভাপতি পদে বদল বিজেপির

লোকসভা নির্বাচনের ফলাফল দেখেই সিদ্ধান্ত, রাজ্য বিজেপি সূত্রে খবর৷ The post টার্গেট ২০২১-এর বিধানসভা, আট জেলার সভাপতি পদে বদল বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:02 PM Jun 30, 2019Updated: 07:46 PM Jun 30, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘লোকসভা নির্বাচনে এ রাজ্যে দলের ফলাফল দেখে আত্মতুষ্টিতে ভুগবেন না৷ টার্গেট বিধানসভা’৷ রাজ্য বিজেপির নিচুতলার নেতা-কর্মীদের আগেই এই বার্তা দিয়েছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা৷ বিষয়টা যে নিতান্তই কথার কথা নয়, এবার তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ রবিবার দলের আট সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল ঘটালেন তিনি৷ লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে লড়াই করতে পারেনি দল বা একটুর জন্য হাতছাড়া হয়েছে যে আসনগুলি, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সেই সাংগঠনিক জেলাগুলিরই সভাপতি বদল করলেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বিজেপি করলে মাথা কেটে নেব’, হুমকি পোস্টারে চাঞ্চল্য বর্ধমানে ]

রাজ্য বিজেপি সূত্রে খবর, সেক্ষেত্রে বহু এলাকায় নতুন মুখকে তুলে এনেছেন দিলীপ ঘোষ৷ সুযোগ দেওয়া হয়েছে দলের তরুণ, খাটিয়ে নেতাদের৷ জানা গিয়েছে, মালদহ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে গোবিন্দ মণ্ডলকে৷ নদিয়া দক্ষিণের দায়িত্ব পেয়েছেন মানবেন্দ্র রায়৷ একই ভাবে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন শংকর চট্টোপাধ্যায়, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন কিশোর কর৷ তমলুকের সভাপতি হয়েছেন নবারুণ নায়েক, কাঁথির জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সভাপতি হয়েছেন শ্যামল বোস এবং বীরভূমের সভাপতির দায়িত্ব পেয়েছেন শ্যামাপদ মণ্ডল৷

[ আরও পড়ুন: পুরুলিয়ায় ফের ‘মাও’ আতঙ্ক, বিজেপি নেত্রীর বাড়ির অদূরে মিলল পোস্টার ]

অন্যদিকে, বিধানসভার রণকৌশল তৈরি করতে রবিবারই নয়াদিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মুরলীধর সেন লেন সূত্রে খবর, পুজোর পর থেকেই এ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দেবে বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনে যে ফর্মুলায় সাফল্য এসেছে, সেই একই ফর্মুলাকে অনুসরণ করে তৈরি হচ্ছে ‘মিশন ২০২১’-এর রুটম্যাপ। অর্থাৎ সামনে থেকে মাঠে-ময়দানে যুদ্ধ করবেন দিলীপ ঘোষ-মুকুল রায়-কৈলাস বিজয়বর্গীয়রা। আর পিছনে পর্দার আড়াল থেকে সংগঠনকে বাড়াবেন সুব্রত চট্টোপাধ্যায়ের মতো দক্ষ সংগঠকরা।

The post টার্গেট ২০২১-এর বিধানসভা, আট জেলার সভাপতি পদে বদল বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement