অর্ক দে, বর্ধমান: ভোটের বাংলায় গুড়-বাতাসার পালটা ছোলা-গুড়! এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে 'ছোলা-গুড়' খেয়ে শক্তি বাড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রোজকার মতোই বৃহস্পতিবার সকালেও বর্ধমানে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। সেখানেই নাম করে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে খোঁচা দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বললেন,"আমরা শক্তি বাড়ানোর জন্য ছোলা-গুড় খাই, মানুষকে দেখানোর জন্য নয়। যারা গুড়-বাতাসার কথা বলেছিল, তাঁরা আজকে কোথায় আছে দেখুন! আমরা মানুষের শক্তি বাড়ানোর জন্য কাজ করি।"
এদিন নিজের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকেও নিশানা করেন দিলীপ। প্রচারে বেরিয়ে ঘোড়ায় চড়ছেন কীর্তি। সেই বিষয়টিকে খোঁচা দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, "লোকে বিয়ের সময় ঘোড়ায় চাপে। কীর্তি আজাদ ঘোড়ায় চেপে প্রচার করতে যাচ্ছেন। ঘোড়ায় চেপে প্রচার করলে পরিশ্রম হয় নাকি!" তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি নিজের স্ত্রীকে নিয়ে প্রচারে যাচ্ছেন। অথচ তাঁর স্ত্রী অসুস্থ বলেই খবর। তৃণমূল প্রার্থী সেই যুগল প্রচারকেও কটাক্ষ করলেন দিলীপ। বললেন, "প্রচারে নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। লোকে সহানুভূতি দেবে, কিন্তু ভোট দেবে না। নমিনেশন করার আগেই উনি হেরে যাবেন। বর্ধমানের মানুষ শিক্ষিত, সংস্কৃতি সম্পন্ন মানুষ সব বোঝেন।"
[আরও পড়ুন: আপনাদের সাক্ষাৎ পাওয়া আল্লার মেহেরবানি, রেড রোডের নমাজ কোনওদিন মিস করব না: মমতা]
এর পরই বীরভূমের জেলবন্দি তৃণমূল সভাপতিকেও কটাক্ষ করেন। তাঁর বর্তমান অবস্থা নিয়ে দিলীপের খোঁচা, " যারা গুড়-বাতাসার কথা বলেছিল, তাঁরা আজকে কোথায় আছে দেখুন!" দুই প্রতিদ্বন্দ্বীর গরমাগরম বাক্যবাণে উত্তপ্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র।