ধীমান রায়, কাটোয়া: ফের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় প্রশান্ত কিশোর। কাটোয়ায় চায়ে পে চর্চা থেকে শনিবার তিনি বলেন, “কুৎসা করার জন্যই পাঁচশো কোটি টাকা দিয়ে আনা হয়েছে পিকে-কে।” মুখ খোলেন সুজাতা খাঁয়ের দলত্যাগ প্রসঙ্গেও।
মঙ্গলবার সকালে পূ্র্ব বর্ধমানের কাটোয়া শহরে চায়ে পে চর্চায় যোগ দেন মেদিনীপুরের সাংসদ। সেখানেই শাসকদল ও প্রশান্ত কিশোরকে একহাত নেন তিনি। বলেন, “আগে তৃণমূল ভয় দেখাতো। মারধর করতো। হুমকি দিত। মিথ্যা মামলা দিত। এখন ওদের আর দম নেই। তাই কুৎসা প্রচার করছে। এর হোতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। উনি তৃণমূলের কাছ থেকে ৫০০ কোটি টাকা নিয়েছেন কুৎসা প্রচারের জন্যই। তাই আমাদের নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা প্রচার করছেন।” সুজাতা খাঁয়ের দলত্যাগ ও তাঁদের দাম্পত্য কলহ নিয়ে প্রশ্ন করা হলে এদিন দিলীপ ঘোষ সাফ জানান, এই দলত্যাগের কোনও প্রভাব ভোটে পড়বে না। তবে খাঁ দম্পতির ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।
[আরও পড়ুন: উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায় ‘মদ্যপ’, বিতর্কিত মন্তব্য রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের]
উল্লেখ্য, কেতুগ্রামের কাঁদরায় সভায় যোগ দেওয়ার জন্য সোমবার রাতেই কাটোয়া যান দিলীপবাবু। সকালে কাটোয়া সার্কাস ময়দানের গেষ্টহাউস থেকে হেঁটে গৌরাঙ্গবাড়িতে যান। সেখানে পুজো দেওয়ার পর পুরসভা মোড়ে চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন, “রাজ্যে হিংসা বেড়েছে। লুটপাট বেড়েছে। তৃণমূলের সাধারণ মানুষের জন্য চিন্তা নেই। এইজন্যই বাংলার মানুষ বিজেপিকে (BJP) চাইছেন।”