সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগেই অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন দেশের প্রথম সুপারস্টার দিলীপ কুমার (Dilip Kumar)। এখনও তাঁর জনপ্রিয়তার কাছে হার মানেন নবপ্রজন্মের তারকারা। সেই সুপারস্টারের বান্দ্রার বাংলো ভেঙেই তৈরি হল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। তথ্য বলছে, যার দাম ১৫৫ কোটি টাকা। ৯,৫২৭,২১ স্কোয়্য়ার ফুটের জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অ্য়াপার্টমেন্ট। ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে ট্রিপলেক্স।
গত বছরই খবরে আসে অভিনেতার পালি হিলের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসিক তৈরির। যা কিনেছিল আসার গ্রুপ নামে এক সংস্থা। যার মোট বাজেট ছিল ৯০০ কোটি টাকা। এই বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গিয়েছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিস-সহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]
উল্লেখ্য, বছর পাঁচেক ধরেই দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছে। অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটায় এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে। ১৯৫৪ সালে এই জমি কিনে বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল মোটে ১.৪ লক্ষ টাকা। তবে ২০২১ সালে জানা যায়, সেই সম্পত্তির দাম ৩৫০ কোটি টাকা।