shono
Advertisement

ফের শংকরের ভূমিকায় দেব, কমলেশ্বরের হাত ধরে আসছে চাঁদের পাহাড় ৩? জল্পনা তুঙ্গে

আপাতত বাঘাযতীন ছবি নিয়ে ব্যস্ত দেব।
Posted: 03:45 PM Aug 28, 2023Updated: 04:03 PM Aug 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেবের হাজার অবতার! হ্যাঁ, দেবকে নিয়ে এখন গোটা টলিপাড়া এমনটাই বলছে। কখনও দেব ব্যোমকেশ হয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন, তো কখনও বাঘাযতীন হয়ে নজর কাড়ছেন। আর এবার নতুন খবর হল, খুব শীঘ্রই নাকি ‘চাঁদের পাহাড়ে’র শংকর হয়ে ফিরছেন দেব!

Advertisement

টলিপাড়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বহুদিন ধরেই নাকি এসভিএফের ছবি করার জন্য কথা বার্তা চলছে দেবের সঙ্গে। গোলন্দাজের পর নাকি দেবের সঙ্গে ফের ছবি করার কথা আলোচনা করছে এসভিএফ প্রযোজক সংস্থা। সূত্র বলছে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় নাকি চাঁদের পাহাড়ের সিক্যুয়েল বানাতে চলেছেন। আর সেই ছবিতেই নাকি ফের শংকরের চরিত্রে দেখা যাবে দেবকে। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দেব ও কমলেশ্বর দুজনেই।

[আরও পড়ুন: পুজোর গেমচেঞ্জার হচ্ছে ‘রক্তবীজ’? রিলিজের ৭২ ঘণ্টা পরেও ট্রেন্ডিং রুদ্ধশ্বাস টিজার]

প্রসঙ্গত, পুজোতেই আসছে দেবের ‘বাঘাযতীন’। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের সুখবর দিলেন টলিউডের সুপারস্টার। যে ছবির লুকেই চমক দিয়েছিলেন দেব, এবার জানিয়ে দিলেন, ২০ অক্টোবর মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

আর এবার ‘বাঘাযতীন’ ছবির শুটিং শেষ করে এই ছবি তৈরির অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু’কলম লিখলেন দেব।

দেব লিখলেন, ”দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে বিপ্লবী, তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। অধীর আগ্রহে বসে রয়েছি বড় পর্দায় এই চরিত্রকে নিয়ে আসার জন্য।”

এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ তাঁদেরও, যাঁরা স্বাধীনতার জন্য দিয়েছেন প্রাণ। ৭৫ বছরেও ভোলা যায় না তাঁদের সেই বলিদান। বারবার ফিরে আসে তাঁদের গল্প। সিনেমার পর্দায় ফুটে ওঠে তাঁদের জীবন কাহিনি। এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব।

অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।

২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।

[আরও পড়ুন:‘পাঠান’-এর শাপমোচন! এবার ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’]D

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement