shono
Advertisement

ফের পরিচালকের ভূমিকায় পরমব্রত, এবার ভাবনায় সায়েন্স ফিকশন

কলকাতার পাশাপাশি ইটালিতেও হবে ছবির শুটিং৷ The post ফের পরিচালকের ভূমিকায় পরমব্রত, এবার ভাবনায় সায়েন্স ফিকশন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:23 PM Jun 14, 2019Updated: 05:25 PM Jun 14, 2019

শম্পালী মৌলিক: গত বছর ‘সোনার পাহাড়’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২০১৮-র অন্যতম সেরা ছবি ছিল এটি। কাজেই অপেক্ষা ছিল যে, এই বছর কোন ছবি পরিচালনায় হাত দেন তিনি। পরমব্রত যে নিজেকে শুধুই একজন অভিনেতা হিসেবে আটকে রাখতে চান না, বোঝা গিয়েছিল বেশ কিছুদিন আগেই। পরিচালনা, অভিনয়, প্রযোজনা, সিনেমা-ওয়েব, হিন্দি-বাংলা সব দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন। ২০১৯-এ তিনি ফের নতুন বাংলা ছবি শুরু করতে চলেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর-উপন্যাস ‘বনি’ অবলম্বনে পরমব্রতর নতুন ছবি। আদতে সায়েন্স ফিকশন হলেও তাকে মানবিক আদল দিতে চান পরিচালক। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে পরমব্রত, অঞ্জন দত্ত, কোয়েল মল্লিক এবং কাঞ্চন মল্লিককে। প্রচুর দেশি-বিদেশি চরিত্রও থাকবে।

Advertisement

[ আরও পড়ুন: ‘হুমকি দিয়ে প্রমাণ লোপাট করা হয়েছে,’ নানার বিরুদ্ধে ফের বিস্ফোরক তনুশ্রী]

১৯৯০ সালের পূজাবার্ষিকী আনন্দমেলায় ‘বনি’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। সেই গল্পটি এই সময়ের এবং ফিল্মের উপযোগী করে লিখেছেন পরমব্রত ও অনিরুদ্ধ দাশগুপ্ত। ছবির নাম একই থাকছে। মোবাইলে পরমব্রত জানালেন, “যে মূল থিমটা ধরে শীর্ষেন্দুবাবু উপন্যাসটা লিখেছিলেন অত বছর আগে, সেই থিমটা নিয়েই কিন্তু আজকে চারদিকে ওয়েবে বা হলিউডের ফিল্মে কাজ হচ্ছে। সেই থিমটাই ঘুরে ফিরে আসছে। যেটা হচ্ছে, ভবিষ্যৎ কাদের? ভবিষ্যৎ কি মানুষের? না কি মানুষের তৈরি অন্য কোনও ধরনের যন্ত্রের? ‘বনি’কে নিয়ে ছবিটা শুধুই সায়েন্স ফিকশন নয়, বাবা-মায়ের এক সদ্যোজাত সন্তানকে বাঁচানোর লড়াই হবে এই ছবি। অবভিয়াসলি সেটার সঙ্গে কল্পবিজ্ঞানের এসেন্স থাকবে।” জানা গেল ওই চারজন মুখ্য অভিনেতা ছাড়াও ইতালির স্থানীয় অ্যাক্টররাও থাকবেন, ছবিতে যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবির শুটিং হবে কলকাতা ও ইটালি মিলিয়ে। ১৭ জুন থেকে শুটিং শুরু। ‘বনি’-র মিউজিক করছেন অনুপম রায়। ক্যামেরার দায়িত্বে তিয়াস সেন। ছবির প্রযোজনায় ‘সুরিন্দর ফিল্মস’।

[ আরও পড়ুন: ‘কৃষ্ণকলি’ শেষ হয়ে যাক ভাবতেই চাই না: তিয়াশা]

ছবিতে মিলানবাসী বাঙালি কাপলের ভূমিকায় পরমব্রত ও কোয়েল। যাদের সদ্যোজাত সন্তানের মধ্যে একটা বিশেষ শক্তি লক্ষ্য করা যায়। এক জিনিয়াস সায়েন্টিস্টের রোলে দেখা যাবে অঞ্জন দত্তকে। যে ইতালি যাবে ওই সদ্যোজাত বিশেষ শিশুটির অন্বেষণে। আর বাঙালি মধ্যবিত্ত কেরানির ভূমিকায় কাঞ্চন মল্লিক। যার কাছে আছে এক অকেজো রোবট। এই তিনটি সূত্র কীভাবে একসময় এক হয় ছোট্ট শিশুটির জন্য, ছবিতে সেটাই দেখার।

The post ফের পরিচালকের ভূমিকায় পরমব্রত, এবার ভাবনায় সায়েন্স ফিকশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement