shono
Advertisement

ওলিম্পিকের ছাড়পত্র পেলেন ভারতীয় মহিলা অ্যাথলিট

এই নিয়ে তৃতীয়বার ওলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন সীমা৷ ২০০৪ ও ২০১২-র ওলিম্পিক থেকে যদিও খালি হাতেই ফিরেছিলেন তিনি৷ আগের দু'বার কোয়ালিফাইং রাউন্ড অতিক্রম করতে পারেননি৷ The post ওলিম্পিকের ছাড়পত্র পেলেন ভারতীয় মহিলা অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 PM May 29, 2016Updated: 02:14 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেলেন আরও এক ভারতীয় অ্যাথলিট৷ রবিবার ক্যালিফোর্নিয়ায় প্যাট ইয়ংস থ্রোয়ার্স ক্লাসিকে সোনা জিতে রিওর টিকিট নিশ্চিত করে ফেললেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া৷
ওলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য কমপক্ষে ৬১ মিটার ডিসকাস থ্রো-এর প্রয়োজন ছিল৷ পুনিয়ার স্কোর ২.৬২মিটার৷ ফলে অনায়াসেই ওলিম্পিকের মঞ্চে পারফর্ম করার রাস্তা খুলে যায় তাঁর সামনে৷ চলতি মরশুমে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর৷ ২০০৮ ওলিম্পিকের ডিসকাস থ্রো চ্যাম্পিয়ন স্টিফেন ব্রাউনকে হারিয়ে এদিন সোনা জিতে নেন তিনি৷
এই নিয়ে তৃতীয়বার ওলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন সীমা৷ ২০০৪ ও ২০১২-র ওলিম্পিক থেকে যদিও খালি হাতেই ফিরেছিলেন তিনি৷ আগের দু’বার কোয়ালিফাইং রাউন্ড অতিক্রম করতে পারেননি৷ এবার তাই প্রস্তুতিতে আরও জোর দিয়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট৷ রিও উড়ে যাওয়ার আগে এই পদক নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল৷

Advertisement

The post ওলিম্পিকের ছাড়পত্র পেলেন ভারতীয় মহিলা অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement