অরিজিৎ গুপ্ত, হাওড়া: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) মুখেই ফের তৃণমূলের শক্তিবৃদ্ধি। ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন হাওড়া সদরের প্রাক্তন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। গত মাসে বিজেপিতে থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। বিজেপি বিধায়ককে ‘চোর’ কটাক্ষ করায় পদ্ম শিবির থেকে বহিষ্কৃত হন সুরজিৎ। বহিষ্কারের মাসখানেক পর তৃণমূলে যোগের সিদ্ধান্ত প্রাক্তন বিজেপি নেতার।
বাংলার সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy) জানান, সুরজিৎ সাহা বেশ কয়েকদিন আগে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিয়েছিলেন। তৃণমূলের উন্নয়নমূলক কর্মযজ্ঞে শামিল হতে চান বলেই চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। সেই আবেদনপত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। হাওড়া জেলা তৃণমূল সভাপতির নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার শরৎ সদনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন বিজেপি নেতা সুরজিৎ সাহা (Surajit Saha)।
[আরও পড়ুন: Omicron: রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, সংক্রমিত মুর্শিদাবাদের শিশু]
গত নভেম্বরেই গন্ডগোলের সূত্রপাত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৎকালীন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের অধীনে কাজ করতে আপত্তিও জানিয়েছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে হাওড়া (Howrah) সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করে দল। কেউ শৃঙ্খলা ভাঙলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেই বিজেপির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি থেকে বহিষ্কারের সময় সুরজিৎ সাহার তৃণমূলে (TMC) যোগদানের জল্পনা মাথাচাড়া দেয়। যদিও সে সময় ঘাসফুল শিবিরে যোগের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। আইপ্যাক এবং তৃণমূলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি জানান সুরজিৎ। আজীবন ‘বিজেপির সঙ্গে থাকার’ কথাও বলেছিলেন। তবে মাসখানেকের মধ্যে সিদ্ধান্ত বদল। এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরজিৎ সাহা।