shono
Advertisement

‘তুমি এয়েচো’-র পর ‘কলঙ্কিনী রাধা’, ট্রোলিংয়ের জবাব দিলেন দিতিপ্রিয়া

কী বললেন অভিনেত্রী? The post ‘তুমি এয়েচো’-র পর ‘কলঙ্কিনী রাধা’, ট্রোলিংয়ের জবাব দিলেন দিতিপ্রিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Dec 28, 2018Updated: 09:03 AM Dec 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুমি এয়েচো’-র পর এবার ‘কলঙ্কিনী রাধা’৷ বারবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে দিতিপ্রিয়াকে৷ প্রথমবার যদিও কোনও মন্তব্য করেননি তিনি৷ কিন্তু ‘কলঙ্কিনী রাধা’ গান নিয়ে সমালোচনার উত্তর দিলেন ‘রানি রাসমণি’৷ অভিনেত্রীর জবাব, ‘‘এভাবে ট্রোলড করা হলে একদিন ভারত বিখ্যাত হয়ে যাব৷’’ 

Advertisement

‘তুমি এয়েচো’র পর এবার ‘কলঙ্কিনী রাধা’! নেটদুনিয়ায় ফের ট্রোলড দিতিপ্রিয়া ]

হাজারও টেলি সিরিয়ালের ভিড়ে হারিয়ে যাওয়া নয়৷ বরং টিআরপি-র দৌড়ে বারবারই নিজেদের প্রমাণ করেছে টিম ‘রানি রাসমণি’৷ ওই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া৷ তার ফলে একেবারে বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছেন তিনি৷ সেই ঘরের মেয়ে দিতিকে নিয়েই মজে রয়েছেন নেটিজেনরা৷ মাসকয়েক আগে বিখ্যাত টেলি সিরিয়ালে বলা দিতিপ্রিয়ার সংলাপ ‘তুমি এয়েচো’ নিয়ে শুরু হয় মশকরা৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাজারও মিম৷ তা নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর৷ দিতিপ্রিয়ার হেনস্তা ভাল চোখে দেখেননি রুপোলি পর্দার তারকারা৷ কিন্তু সে বিষয়ে কোনও মন্তব্য করেননি দিতিপ্রিয়া নিজে৷ বরং বিষয়টি নিয়ে যেন বিন্দুমাত্রও আগ্রহ নেই তাঁর, ট্রোলিংয়ের পালটা কোনও উত্তর না দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছেন তিনি৷ 

কপিলের রিসেপশনে ঘনিষ্ঠ নাচ দীপিকা-রণবীরের, ভাইরাল ভিডিও ]

‘তুমি এয়েচো’-র রেশ কাটতে না কাটতেই আবারও নেটদুনিয়ায় কটাক্ষের শিকার দিতিপ্রিয়া৷ এবারের ঘটনা যদিও এক্কেবারে অন্যরকম৷ গত রবিবার পানিহাটি উৎসব ও বইমেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিতিপ্রিয়া৷ মঞ্চে উঠে দর্শকদের আবদারে রাধারমণ দত্তের ‘কলঙ্কিনী রাধা’-র দু’কলি গানও তিনি৷ দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন গানটি৷ ওই অনুষ্ঠানের একটি অংশ ইউটিউবে আপলোড করেন অনুষ্ঠানের এক উদ্যোক্তা৷ বিদ্যুতের গতিতে সেই ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ তারপর থেকে শুরু হয়েছে কমেন্টের বন্যা৷ নেটিজেনদের মতে, অত্যন্ত ‘বেসুরো কন্ঠী’ দিতিপ্রিয়া৷ অনেকে আবার ‘রানি রাসমণি’-র সংলাপের মাধ্যমেও অভিনেত্রীকে কটাক্ষ করেন৷ তাঁরা বলেন, ‘রক্কে করো রগুবীর’৷

[ক্ষমতার সঙ্গে প্রতিভার লড়াই দেখাবে ‘বিজয়িনী’]

তবে এবার আর মুখ বুজে গোটা বিষয়টি সহ্য করেননি অভিনেত্রী৷ পালটা বরং সুর চড়িয়েছেন তিনি৷ দিতিপ্রিয়া বলেন, ‘‘যাঁরা আমাকে পছন্দ করেন না, তাঁরা আসলে রাগানোর একটা সুযোগ খুঁজছিলেন। সেই সুযোগ পেতেই তাঁরা ট্রোলিং শুরু করে দিয়েছেন। এভাবে ট্রোলিং চলতে থাকলে একদিন ভারত বিখ্যাত হয়ে যাব।’’

The post ‘তুমি এয়েচো’-র পর ‘কলঙ্কিনী রাধা’, ট্রোলিংয়ের জবাব দিলেন দিতিপ্রিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement