shono
Advertisement

Breaking News

ওয়েব দুনিয়ায় পা রাখছেন Ditipriya Roy, কোন সিরিজে দেখা যাবে ‘রানিমা’কে?

ওয়েব সফর শুরুর জন্য জনপ্রিয় সিরিজকেই বেছেছেন অভিনেত্রী।
Posted: 02:15 PM Jul 28, 2021Updated: 03:11 PM Jul 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রটনা আগেই শোনা গিয়েছিল। এতদিনে ঘটনায় পরিণত হল। ওয়েব দুনিয়ায় ডেবিউ করছেন টেলিভিশন ক্যুইন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নতুন কোনও সিরিজ নয়, বরং Hoichoi প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ (Web Series) দিয়েই ভারচুয়াল বিনোদনের জগতে নিজের সফর শুরু করছেন অভিনেত্রী।

Advertisement

‘তানসেনের তানপুরা’ সিরিজের তৃতীয় মরশুমে দেখা যাবে বাংলা টেলিভিশনের ‘রানিমা’কে। Hoichoi ওয়েব প্ল্যাটফর্মের পক্ষ থেকেই জানানো হয়েছে একথা। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পেয়েছিল ‘তানসেনের তানপুরা’ (Tansener Tanpura) সিরিজের প্রথম সিজন। সে বছরের নভেম্বর মাসেই দ্বিতীয় মরশুম মুক্তি পেয়েছিল। গানের প্রেক্ষাপটে রহস্যের জাল বুনেছিলেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিল আলাপ ও শ্রুতি জুটি। আলাপের চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterje)। আর শ্রুতির ভূমিকায় রূপসা (Rupsha Chatterjee)। এই কাস্টের সঙ্গেই ওয়েব দুনিয়ার সফর শুরু করতে চলেছেন দিতিপ্রিয়া। তিনিই হতে চলেছেন তৃতীয় মরশুমের মুখ্য আকর্ষণ। এমনটাই মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: ‘রতিক্রিয়াপ্রেমী দিদিমণি’, ফের কটাক্ষ রিমঝিমের, এবার কী জবাব দিলেন শ্রীলেখা?]

ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি দিতিপ্রিয়ার। ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে দর্শকমহলে ‘রানিমা’ হিসেবেই বেশি সমাদৃত হয়েছেন তরুণ অভিনেত্রী। ‘রাসমণি’র পর্ব কিছুদিন আগেই শেষ হয়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মডার্ন লুকে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। তখন থেকেই শোনা যাচ্ছিল, ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। এতদিনে বিস্তারিত তথ্য জানা গেল। খুব শিগগিরিই সিরিজের নতুন মরশুমের নাম জানানো হবে বলে Hoichoi প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন সিজন পরিচালনা করবেন জয়দীপ মুখোপাধ্যায়। 

[আরও পড়ুন: ‘গেট ডার্টি’র মতো কনটেন্ট থাকত কুন্দ্রার অ্যাপে, পর্ন ব্যবসায় কত আয় ছিল Shilpa’র স্বামীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement