shono
Advertisement

দুটি রাজ্যকে জুড়ল রেল, স্টেশন হল একটাই

টুইট করে জানালেন রেলমন্ত্রী। The post দুটি রাজ্যকে জুড়ল রেল, স্টেশন হল একটাই appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM May 04, 2018Updated: 07:41 PM May 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য দুটি। কিন্তু স্টেশন একটি। দুটি রাজ্যের প্রশাসনিক কাজ আলাদাভাবেই হয়। কিন্তু স্টেশনের কাজকর্ম হয় একসঙ্গে। শুনতে আশ্চর্য লাগে। এমন আদৌ হয়? দুটি রাজ্যের কীভাবে একটি মাত্র স্টেশন হতে পারে? অবিশ্বাস্য হলেও এমন কাজটাই আরও একবার করে দেখিয়েছে ভারতীয় রেল। মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে তৈরি হয়েছে এমনই একটি স্টেশন। দুটি রাজ্যের মধ্যে সীমান্ত আলাদা করা হয়েছে শুধু একটি সাদা রেখা দিয়ে।

Advertisement

[ নকশালদের থেকে দূরে রাখতে গ্রামের পড়ুয়াদের অঙ্ক শেখাচ্ছেন এএসআই ]

স্টেশনের নাম নবপুর। এটি মহারাষ্ট্রের একটি নগর পঞ্চায়েত। এখানেই তৈরি হয়েছে একটি রেল স্টেশন। তবে স্টেশনের অর্ধেক অংশ পড়েছে গুজরাত রাজ্যে। অতএব দুই রাজ্যকে একত্রিত করেই তৈরি হয়েছে রেল স্টেশন নবপুর। তবে দুটি রাজ্য এখানে রেখা টেনে আলাদা করা হয়েছে। একটি বেঞ্চের একপাশে লেখা রয়েছে মহারাষ্ট্র, অন্যপাশে গুজরাট।

এমন ঘটনা বেনজির। এর ফলে স্টেশনটি এখন একটি পর্যটনের জায়গা হয়ে উঠেছে। অনেকেই দুই রাজ্যের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছবি তুলছে।

[ প্রকাশ্য শৌচ বন্ধ করতে গ্রামে নিজের হাতে শৌচালয় গড়ছেন ৮৭ বছরের বৃদ্ধা ]

কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ছবিটি টুইটারে পোস্ট করেছেন। লিখেছেন, ‘রাজ্য আলাদা করেছে, রেল এক করল।’ নবপুর রেলওয়ে স্টেশন দুটি রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর অর্ধেক অংশ মহারাষ্ট্রে, অর্ধেক অংশ গুজরাটে। মহারাষ্ট্রের নন্দুরবার জেলার তালুকার হেডকোয়ার্টার নবপুর।

তবে এই প্রথমবার নয়। এর আগেও দুটি রাজ্যকে জুড়েছিল একটি রেল স্টেশন। নাম ভবানী মান্ডি। মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে এটি অবস্থিত। রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি শহর ভবানী মান্ডি। এই রেল স্টেশনের উত্তরাংশ মধ্যপ্রদেশের মান্দসাউর জেলার অন্তর্গত, দক্ষিণাংশ রাজস্থানের ঝালাওয়ার জেলার অন্তর্গত। এটি রাজস্থানের সীমান্তবর্তী একটি শহর।

The post দুটি রাজ্যকে জুড়ল রেল, স্টেশন হল একটাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement