shono
Advertisement

Breaking News

প্রশাসনের আর্জি খারিজ, ৪টে নয় ৬টা পর্যন্তই বিসর্জন

সন্ধে ৬টা পর্যন্তই বাড়ির প্রতিমা বিসর্জন করা যাবে৷ The post প্রশাসনের আর্জি খারিজ, ৪টে নয় ৬টা পর্যন্তই বিসর্জন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 AM Oct 11, 2016Updated: 09:10 PM Oct 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বাড়ানোর পক্ষেই রায় দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ রাজ্য সরকারের প্রস্তাবিত বিকেল চারটের সময়সীমা নাকচ করে বিচারপতি দীপঙ্কর দত্তর রায়ই বহাল রাখল আদালত৷

Advertisement

এবছর বাড়ির প্রতিমা নিরঞ্জন বিকেল চারটের মধ্যে করতে হবে বলে নির্দেশ দেয় রাজ্য সরকার৷ এই প্রেক্ষিতে দায়ের হয় এক জনস্বার্থ মামলা৷ ধর বাড়ি-সহ আরও কয়েকটি বনেদি বাড়ি এই নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়৷ রাজ্য সরকারের প্রস্তাবনা খারিজ করে আদালত নির্দেশ দেয়, বাড়ির পুজোর বিসর্জন সন্ধে ৬টা পর্যন্ত করা যাবে৷ তবে ৪টের পর আর কোনও শোভাযাত্রা না করা নির্দেশ দেওয়া হয়৷ এদিকে দশমীর পরদিন মহরম থাকায় বাড়তি কোনও ঝুঁকি নিতে রাজি ছিল না পুলিশ ও প্রশাসন৷ সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ সেখানেও বহাল থাকল একই রায়৷ অর্থাৎ সন্ধে ৬টা পর্যন্তই বাড়ির প্রতিমা বিসর্জন করা যাবে৷ হাই কোর্টের এই রায়ে স্বস্তি ফিরেছে বনেদি বাড়িপ পুজোয়৷

The post প্রশাসনের আর্জি খারিজ, ৪টে নয় ৬টা পর্যন্তই বিসর্জন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement