সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের বদলা মেলবোর্নে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেশবাসীকে দিওয়ালির উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। উপরি পাওনা বিরাট কোহলির অনবদ্য ইনিংস। আজ দেশবাসীর তাই বড়ই খুশির দিন। শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় দল। কিন্তু এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট নিয়ে তৈরি হয় জল্পনা।
আসলে টুইট করে ভারতকে অভিনন্দন জানালেও সেখানে কোহলির দুরন্ত পারফরম্যান্সের কোনও উল্লেখই করেননি সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ। লেখেন, “এমন জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। বিশ্বকাপের শুরুটা দারুণ হল।” গতবছর অধিনায়ক কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক ফল করে ভারত। এরপরই পূর্ব ঘোষণা অনুযায়ী টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। পরে ওযানডে ক্রিকেটের নেতৃত্বেই ইতি টানেন। সেই সময় বিরাট ও সৌরভের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। এমনকী সৌরভের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাননি বিরাট (Virat Kohli)। আর এদিন সৌরভ টুইটে বিরাটের নাম উল্লেখ না করায় নতুন করে জল্পনা তৈরি হয়। তবে কি কোথাও চাপা অভিমান বা ক্ষোভ রয়ে গিয়েছে? কিন্তু সে জল্পনায় নিজেই জল ঢাললেন সৌরভ (Sourav Ganguly)। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলির ভূয়সী প্রশংসা করেন তিনি।
[আরও পড়ুন: টিভিতে কোহলির খেলা দেখে উদ্দাম নাচ অনুষ্কার, নেটদুনিয়ায় উজাড় করে দিলেন ভালবাসা]
বলে দেন, “আগেই বলেছিলাম এশিয়া কাপের প্রভাব এখানে পড়বে না। সেটাই হয়েছে। ভারত দারুণ খেলেছে। এমনিতেই বিশ্বকাপ মানে একটা আলাদা উত্তেজনা থাকে। প্রথম ম্যাচে নার্ভের চাপও থাকে। তবে প্রথম দিকের সেই চাপ কাটিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছে। এই জয় দলের আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়িয়ে দিল। দারুণ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। কেন ওকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়, সেটা ও আবার বুঝিয়ে দিয়ে গেল। ওই পরিস্থিতিতে এমন ইনিংস সত্যিই দুর্দান্ত।”
সৌরভের পাশাপাশি টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার টুইট করে বলছেন, “টি-২০ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হল। দিওয়ালিও শুরু হল। মারকাটারি ইনিংস খেলেছে কোহলি। ভারতকে শুভেচ্ছা।” বিরাট তথা গোটা দলকে অভিনন্দন জানান শচীন তেণ্ডুলকরও।
এসবের মধ্যেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে ভারতের ইনিংসের শেষ ওভারে হওয়া নো বল নিয়ে। কোমরের উপরে ডেলিভারি হওয়ায় সেটিকে নো বল বলেছিলেন আম্পায়ার। কিন্তু ব্র্যাড হগ, নাসির হোসেনের মতো প্রাক্তনীরা দাবি করছেন, এই নো বলের রিভিউ হওয়া উচিত ছিল। অনেকের আবার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটারে ট্রেন্ডিং হয়ে উঠেছে নো বল।