shono
Advertisement

‘ডু অর ডাই’, আগামী দু দিন দিল্লিতে আন্দোলনের রণনীতি ঠিক করলেন অভিষেক

'মার খাই, লাঠি খাই, টিয়ার গ্যাস খাই, আমরা খাব', লড়াইয়ের মন্ত্র দিলেন তিনি।
Posted: 10:15 PM Oct 01, 2023Updated: 10:24 PM Oct 01, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বকেয়া আদায়ে বাংলার জনতাকে সঙ্গে নিয়ে দিল্লির রাজপথে বড় আন্দোলনে তৃণমূল। যত সেই দিন এগিয়ে এসেছে, ততই একের পর এক বাধা এসেছে আন্দোলনকারীদের সামনে। সেসব ধাপে ধাপে অতিক্রম করে দিল্লিতে জড়ো হয়েছেন কয়েক হাজার বঞ্চিত শ্রমিক-কৃষক। আর তাঁদের নেতৃত্বে তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীরা। সর্বাগ্রে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে আগামী ২ দিন দিল্লির বুকে ঠিক কোন পথে আন্দোলন হবে, দলের বৈঠকে তার দিকনির্দেশ দিলেন তিনি। রবিবার রাত পর্যন্ত দলের সাংসদ সৌগত রায়ের বাসভবনে অভিষেকের নেতৃত্বে বৈঠক হয় তৃণমূলের। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, কর্মসূচিতে বাধা দিলেই প্রতিরোধ করতে হবে। ‘ডু অর ডাই’ (Do or Die) নীতি নিল তৃণমূল।

Advertisement

সূত্রের খবর, রবিবারের বৈঠকে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা ছিলেন। তাঁদের সকলের মতামত নেওয়া হয়েছে। আবাসের টাকা বন্ধে ও ১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে একাধিকবার আন্দোলন হয়েছে। জানানো হয়েছে কেন্দ্রকে। অভিষেক বলেন, ”আমাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোক বলতেন, ১০০ দিনের কাজের টাকা চাই। ১০০ দিনের কাজের টাকা যে রাজ্য নয়, কেন্দ্র দেয়, সেটা অনেকে জানত না। আমি বুঝিয়েছি তাঁদের। কিন্তু আমাদের ব্যর্থতা বলুন বা সীমাবদ্ধতা বলুন, আমাদের বিধায়ক বা পঞ্চায়েত সদস্যরা তা বোঝাতে পারেননি। আমরা বোঝাতে ব্যর্থ, আর বিজেপি ভুল বোঝাতে সফল।”

[আরও পড়ুন: পুরনো কয়েনের বিনিময়ে ১০ লাখ টাকার টোপ! ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন যুবক]

এর পরই তিনি দিল্লিতে আন্দোলনের লাইন বেঁধে দিয়ে ‘ডু অর ডাই’-এর কথা বলেন।  অভিষেকের কথায়, ”মারপিট, গায়ের জোর দেখাতে আসিনি। কথা বলতে এসেছি। আগেরবারও বলেছিল দুর্নীতি, বলেছি ব্যবস্থা নিন। ২০ জনের জন্য সবার টাকা আটকানো যাবে না। এর আগে গিরিরাজ সিং দেখা করেনি। এবার শুধু দেখা করতে আসিনি। এবার do or die মানসিকতা নিয়ে আন্দোলন করতে এসেছি।” 

আগামী দু দিন শুধু রাজঘাটে ধরনা কিংবা কৃষিভবন গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার মধ্যে দিয়েই আন্দোলন সীমিত রাখতে চাইছেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজেদের বকেয়ার দাবিতে দিল্লি পাড়ি দেওয়া মানুষজনকে নিয়ে দলের জনপ্রতিনিধিদের তাঁর বার্তা, ”আগামিকাল ওঁদের দিল্লি ঘোরান, দেখান যে আপনাদের টাকা আটকে ১৫০০ কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্তা বানিয়েছে মোদি সরকার।” যাঁরা দীর্ঘ বাস যাত্রায় এসেছে, তাঁদের কুর্ণিশ জানিয়েছেন অভিষেক। 

[আরও পড়ুন: ফের সোশ্যাল মিডিয়ায় দলের অন্তর্কলহ নিয়ে উষ্মাপ্রকাশ বিজেপি বিধায়কের, তুঙ্গে বিতর্ক]

সোমবার দুপুর দেড়টায় রাজঘাটে ২ ঘণ্টার ধরনার পর সাংবাদিক  বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  এর পর দলের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে মঙ্গলবারের কর্মসূচি নিয়ে। সূত্রের খবর, প্রাথমিকভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করা হবে বলেই এদিনের বৈঠকে ঠিক হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement