shono
Advertisement

পুণ্যার্জন করতে চান? জন্মাষ্টমীতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

এই নিয়মগুলি মানলে আপনার সৌভাগ্য ফিরবেই৷ The post পুণ্যার্জন করতে চান? জন্মাষ্টমীতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Aug 21, 2019Updated: 04:00 PM Aug 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সামনেই জন্মাষ্টমী৷ অনেকের বাড়িতেই এদিন পুণ্যার্জনের আশায় রাধা-কৃষ্ণের পুজো করা হয়৷ কিন্তু শুধু পুজো করলেই তো চলবে না৷ নিয়ম ঠিক না হলে কি আর পুণ্যার্জন হয়? তাই পুণ্যার্জনের জন্য মেনে চলুন এই নিয়মগুলি৷ 

Advertisement

[আরও পড়ুন: অদ্বৈতভূমি নদিয়ার শান্তিপুরে ‘মানুষ ঝুলন’! আজও জমে পর্যটকদের ভিড়]

১. জন্মাষ্টমীর দিন নিশ্চয়ই নিরামিষ খাবার খান৷ তাই আপনি যদি ভাবেন আগের দিন ভালমন্দ খেয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন৷ পুণ্যার্জন করতে চাইলে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ ভাত ছাড়া কিছু না খাওয়া ভাল৷ 

২. জন্মাষ্টমীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠুন৷ পারলে গঙ্গাস্নান সেরে নিন৷ তারপর শুদ্ধ বস্ত্র পরুন৷

[আরও পড়ুন: কোন সময় রাখি বাঁধলে ভাইয়ের মঙ্গল হবে? জেনে নিন নিয়মকানুন]

৩. জন্মাষ্টমীতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস করার চেষ্টা করুন৷ তাহলে আপনার আশা পূরণ হবেই৷  উপবাস করলে যাঁদের শরীর খারাপ হয়, তাঁরা দুপুর বারোটার পর খাবার খেতেই পারেন৷ তবে ওইদিন দুধ, ফল ছাড়া বেশি কিছু না খেলেই ভাল৷ 

৪. জন্মাষ্টমী মিটে যাওয়া মাত্রই নিয়মকানুনও যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়৷ তাই পুণ্যার্জন করতে চাইলে পরের দিনেও মেনে চলুন কিছু নিয়ম৷ জন্মাষ্টমীর পরের দিন ভোর ভোর স্নান করে নিন৷ গঙ্গাস্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন৷ এরপর পাঠ করুন  পারণ মন্ত্র৷ 

The post পুণ্যার্জন করতে চান? জন্মাষ্টমীতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার