shono
Advertisement

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভ্যন্তরীণ রক্তক্ষরণে চিন্তিত চিকিৎসকরা, ফের হতে পারে ডায়ালিসিস

এদিন সকালে বর্ষীয়ান অভিনেতার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়।
Posted: 06:02 PM Nov 01, 2020Updated: 06:12 PM Nov 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভরতি হওয়ার পর কেটে গিয়েছে ২৫টি দিন। আর প্রতি মুহূর্তে প্রিয় নায়কের আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন অনুরাগীরা। কিন্তু এখনও শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবিবার আবার হাসপাতালের তরফে জানানো হল, ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে তাঁর। যার জন্য চিন্তিত ডাক্তাররাও।

Advertisement

এদিন বিকেল পাঁচটার মেডিক্যাল বুলেটিনে বেলভিউর তরফে ডা. অরিন্দম কর জানান, বর্ষীয়ান অভিনেতার হিমোগ্লোবিনের মাত্রা বেশ খানিকটা কমে যায়। পাশাপাশি শরীরের ভিতর রক্তক্ষরণও হয়েছে নতুন করে। সকাল থেকে অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপাতত রক্তক্ষরণের সমস্যা খানিকটা মিটেছে। রক্তে প্লেটলেট বেড়েছে। হিমোগ্লোবিনের মাত্রাও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তবে রক্তক্ষরণের জন্য শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাই এদিনই ফের ডায়ালিসিস হতে পারে তাঁর। এছাড়া আগের মতোই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। সেইভাবেই কাজ করছে ফুসফুস। কোনও উন্নতি বা অবনতি হয়নি। শরীরে অন্যান্য সংক্রমণও মোটামুটি নিয়ন্ত্রণে।

[আরও পড়ুন: বীর-জারা-সহ একঝাঁক সিনেমা থেকে ঐশ্বর্যকে বাদ দিয়েছিলেন শাহরুখ, কিন্তু কেন?]

এদিকে শরীরে প্লেটলেটের ঘাটতির খবর প্রকাশ্যে আসতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থাকে সামনে রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে সদস্যদের বলা হয়েছে, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি তথা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্‍‌সা চলছে। তাঁর কিছু সময় অন্তরই ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন ও রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে 7044061901/7044064901 এই নম্বরে যোগাযোগ করুন।’

উল্লেখ্য ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। করোনা (CorinaVirus) আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তবে এই বয়সেও কো-মর্বিডিটি থাকা সত্ত্বেও জোর লড়াই করে চলেছেন ‘ফেলুদা’। 

[আরও পড়ুন: সন্ত্রাসবাদ সমর্থনযোগ্য নয়, ফ্রান্সে ইসলামিক হানার বিরোধিতা শাবানা-জাভেদ-নাসিরুদ্দিনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement