সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত সৌরভপত্নী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। আপাতত কিছু ভাল রয়েছেন ডোনা। স্ত্রীকে দেখতে হাসপাতালে যান সৌরভ।
বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ডোনা (Dona Ganguly)। গায়ে ফুসকুড়িও দেখা গিয়েছিল। নানারকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তাঁর। তাতেই চিকিৎসক জানতে পারেন চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ ঘরনি। তাঁকে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চিকিৎসক জানান, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। আপাতত কিছুটা ভাল রয়েছেন ডোনা।
[আরও পড়ুন: দশমীতে নিরাপত্তায় প্রস্তুত কলকাতা পুলিশ, বিসর্জনের শোভাযাত্রায় নিষিদ্ধ ডিজে]
দুর্গাপুজোর (Durga Puja 2022) আনন্দে শামিল প্রায় প্রত্যেকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ব্যতিক্রম নন। কলকাতায় রয়েছেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক। বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপে অষ্টমীর সকালে দেখা যায় তাঁকে। সেখানে অঞ্জলি দেন। সন্ধিপুজোও উপভোগ করেন সৌরভ। তবে স্ত্রীর অসুস্থতা পুজোর আনন্দের তাল কেটেছে। স্ত্রীকে দেখতে এদিন হাসপাতালে যান সৌরভ। ডোনাকে নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত তিনি। উৎসবের মরশুমে দুশ্চিন্তার প্রহর কাটাচ্ছেন ডোনা ও সৌরভের পরিবারের লোকজন। বুধবার সল্টলেকের করুণাময়ীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সৌরভের। সম্ভবত ওই অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি।
উল্লেখ্য, রাজ্যজুড়ে এখন করোনার দাপট কিছুটা নিয়ন্ত্রণে। তবে মশাবাহিত রোগে ত্রস্ত বাংলা। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। চিকুনগুনিয়াতেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। জ্বর, গাঁটে গাঁটে ব্যথার মতো উপসর্গই চিকুনগুনিয়ার মূল লক্ষণ। জ্বর কমলেও অনেক সময় দেখা যায় এই ভাইরাস আক্রান্তদের শরীরে ব্যথা থাকে দীর্ঘদিন। এছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার তিনদিনের মধ্যে গায়ে ফুসকুড়ি বেরতেও দেখা যায়। সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকুনগুনিয়া সেভাবে প্রাণঘাতী নয়। তবে যাঁরা নানা ধরনের রোগে আক্রান্ত তাঁদের বিশেষ সাবধান থাকা প্রয়োজন। নইলে ভয়ংকর পরিণতি হতে পারে।