shono
Advertisement

ট্রাম্পের নয়া নীতিতে এবার স্বস্তিতে ভারতীয় আইটি কোম্পানিগুলি!

খুব শিগগিরি অভিবাসন নীতিতে এই সংস্কার আনা হবে বলেও জানান মিলার। The post ট্রাম্পের নয়া নীতিতে এবার স্বস্তিতে ভারতীয় আইটি কোম্পানিগুলি! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:59 AM Feb 14, 2017Updated: 06:31 AM Feb 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের অভিবাসন নীতির জেরে বিপাকে পড়েছিল ভারতীয় আইটি কোম্পানিগুলো। H-1B ভিসায় কড়াকড়ির কারণে ফিরতে হত বহু প্রবাসী ভারতীয়কেই। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের নয়া নীতিতে অনেকটাই স্বস্তিতে ভারতীয়রা। মেধা অনুযায়ী অভিবাসন নীতির(মেরিট বেসড ইমিগ্রেসন) পক্ষেই মত দিয়েছেন ট্রাম্প।

Advertisement

১৪ ফেব্রুয়ারিই কি ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের?

হোয়াইট হাউসের বর্ষিয়ান রাজনৈতিক উপদেষ্টা স্টিফেন মিলার জানিয়েছেন এ কথা। একদিকে কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় পা রাখা নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে এইচওয়ানবি ভিসা নিয়ে নিয়েছেন কড়া অবস্থান। বস্তুত নির্বাচনের আগেই এ বিষয়ে প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। মার্কিন মুলুকে আউটসোর্সিং বন্ধ করা ছিল তাঁর অন্যতম দাবি। ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণে কঠোর হয়েছিলেন। তাতে খানিকটা বিপাকেই পড়েছিল প্রবাসে কর্মরত ভারতীয় আইটি কর্মীরা। তবে মিলার জানাচ্ছেন, মার্কিন প্রেসিডেন্ট মেধা অনুযায়ী অভিবাসনের পক্ষে। ট্রাম্প চান, মেধাসম্পন্ন কর্মীরা মার্কিন মুলুকে কাজ করুন, যাতে দেশের অর্থনীতির যথার্থ বিকাশ হতে পারে।

সাবধান! প্রেম দিবসে যুগলে ধরা পড়লেই বিয়ের হুমকি

আউটসোর্সিংয়ের ফলে মার্কিন মুলুকের কর্মীরা কাজে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছিল। তবে মিলার জানাচ্ছেন, মেরিট বেসড ইমিগ্রেসন নীতি চালু হলেও মার্কিন বাসিন্দারাই প্রথম কাজের সুযোগ পাবেন। তবে বঞ্চিত হবেন না ভিনদেশ থেকে আসা কর্মীরাও। এই নীতি যদি চালু হয় তবে অনেকটাই স্বস্তিতে থাকবে ভারতীয় আইটি কোম্পানিহুলো। মিলারের মত অনুযায়ী, H-1B নিয়ে কড়া অবস্থান নিলেও মেধা ভিত্তিতে অভিবাসন নিয়ে যথেষ্ঠ আগ্রহী ট্রাম্প নিজেই। খুব শিগগিরি অভিবাসন নীতিতে এই সংস্কার আনা হবে বলেও জানান মিলার।

এবার পাক টেলিভিশন চ্যানেলেও দেখানো হবে ভারতীয় সিনেমা

The post ট্রাম্পের নয়া নীতিতে এবার স্বস্তিতে ভারতীয় আইটি কোম্পানিগুলি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement