শম্পালী মৌলিক: আশিক, আরিফ ও হাসনাহেনা- বাংলার তিন খুদের অসামান্য অভিনয় এবার দেখবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহীর দর্শকরা। আগামী ১৭ মার্চ এই দেশগুলিতে মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’ (Dostojee Movie)। প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটি গত নভেম্বরে মুক্তি পেয়েছিল। শুরু থেকেই দর্শকের ভালবাসা পেয়েছে বন্ধুত্বের হৃদয়স্পর্শী এই আখ্যান। এবার সাগরপারেও পৌঁছে যাবে বাংলার মাটির গন্ধমাখা ছবিটি। শুধু তাই নয়, সিনেমার সর্বোচ্চ পুরস্কার ছোঁয়ার অর্থাৎ অস্কার মনোনয়নে যাওয়ার সুযোগ আসছে ‘দোস্তজী’র কাছে। যা বাংলা সিনেমার কাছে বিরল প্রাপ্তি। কার্যতই বিরল নজির গড়ল প্রসূন চট্টোপাধ্যায়ের এই ছবি।
ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্মস এলএলসি পেয়েছে ছবিটি মার্কিন মুলুকে দেখানোর স্বত্ত্ব। সব মিলিয়ে আমেরিকার ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পাবে ‘দোস্তজী’। এর ফলে ২০২৪ সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে ছবিটির। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১০টি শহর, আরব দেশের আবু ধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পাচ্ছে সুপারহিট এই বাংলা ছবি।
[আরও পড়ুন: ৩৪ বছর আগে প্রেমদিবসে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ? নেটিজেনের প্রশ্নে দারুণ উত্তর বাদশার]
‘দোস্তজী’র বিদেশ বিজয় অবশ্য নতুন নয়। এর আগেই লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি। এযাবৎ ২৬টি দেশের ৩২টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দোস্তজী’। জিতে নিয়েছে ৮টি আন্তর্জাতিক পুরস্কার। এবার এর মুকুটে জুড়ল নয়া পালক।
বাবরি মসজিদ ধ্বংস এবং বম্বে বিস্ফোরণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকার এক প্রত্যন্ত গ্রামের দুই ভিন্নধর্মের শিশুর অমলিন বন্ধুত্বের গল্প বলে সকলের মন জিতে নিয়েছে ‘দোস্তজী’। ভারতীয় দর্শকের কাছে ছবিটি উপস্থাপনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শুরু থেকেই প্রত্যাশার পারদ চড়েছিল ছবিটিকে ঘিরে। খোদ বিগ বি (AMitabh Bachchan) ছবির ট্রেলার শেয়ার করেছিলেন। সেই ছবি ‘দোস্তজী’র সাফল্য বাংলাকে ছুঁয়ে ক্রমেই ভুবনজয়ী হয়ে উঠছে। তৈরি করছে নতুন নতুন স্বপ্নের মাইলফলক।