সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) সঙ্গে সংঘাতের আবহে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। সোমবার ওড়িশা উপকূলে অত্যাধুনিক আকাশ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)।
[আরও পড়ুন: পদ্মশ্রী সম্মানে ভূষিত মৌমা দাস, নারায়ন দেবনাথ-সহ বাংলার ৭, দেখে নিন তালিকা]
এক বিবৃতিতে ডিআরডিও জানিয়েছে, ওড়িশা উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে নতুন প্রজন্মের আকাশ মিসাইলের (Akash-NG) পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। বায়ুসেনার জন্য তৈরি জমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এর ফলে বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক ঠিকানাগুলিকে শত্রুপক্ষের হামলা থেকে সহজেই রক্ষা করা যাবে। আকাশ মিসাইল মোতায়েন থাকলে সেই নিরাপত্তা বলয় ভেদ করে প্রতিপক্ষের যুদ্ধবিমান সহজে হামলা চালাতে সক্ষম হবে না বলেই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।
জানা গিয়েছে, মাটি থেকে প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় শত্রুর যুদ্ধবিমান, কপ্টার বা ড্রোনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এই ভারতীয় মিসাইল। এর আগে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ও বরুণাস্ত্র অ্যান্টি-সাবমেরিন টর্পেডোও ভারত দিতে চেয়েছে ভিয়েতনামকে। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে স্থলসেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় আকাশ মিসাইল সিস্টেম। এই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর মতোই সুপারসনিক। এর সর্বাধিক গতি হল ২.৫ ম্যাক (৩০৮৭ কিমি প্রতি ঘণ্টা)। এটি মধ্যম পাল্লার মিসাইল, যেটা ২৫ কিমি পর্যন্ত দূরে থাকা লক্ষ্যকে সহজেই ধ্বংস করতে পারবে। ৬০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম আকাশ মিসাইল। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল নিমেষে ধ্বংস করতে সক্ষম।উল্লেখ্য, ক্ষমতায় এসেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই দিশায় বড়সড় পদক্ষেপ করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম (Akash missile system) রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি।