shono
Advertisement

রোজ রাতে সঙ্গীকে স্বপ্নে দেখছেন! জানেন কীসের ইঙ্গিত?

জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।
Posted: 05:10 PM Sep 07, 2023Updated: 05:10 PM Sep 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমবেশি আমরা সবাই স্বপ্ন দেখি। কারও সেই স্বপ্ন মনে থাকে, কেউ আবার চট করে ভুলে যান। মনোবিদরা বলছেন, স্বপ্ন কিন্তু আমাদের মনের অবচেতন কোণে জমে থাকা গল্পের রূপান্তর। মনের ভিতর আটকে থাকা কোনও আশা, সংশয় বা কোনও উল্লেখযোগ্য ঘটনাই তৈরি করে স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এই স্বপ্নের নেপথ্যে থাকে ইঙ্গিতও বা মনে জমে থাকা কোনও ভয় বা সংশয়ও।

Advertisement

এই যেমন যদি কেউ রোজ স্বপ্নে তাঁর সঙ্গীকে দেখেন নানাভাবে। তাহলে তার নেপথ্যে রয়েছে নানান ইঙ্গিত।

[আরও পড়ুন: কতক্ষণে কমবে ভিড়, কখন যাবেন কোন মণ্ডপে, মাতৃদর্শনে এবার পুলিশের বিশেষ অ্যাপ]

বিশেষজ্ঞরা বলছেন, মূলত কেউ যদি টক্সিক রিলেশনশিপে আটকে থাকেন, তাহলে স্বপ্নে বার বার বয়ফ্রেন্ডকে দেখাটাই স্বাভাবিক। শুধু তাই নয়, কোনও সম্পর্কে থেকেও যদি সেই সম্পর্কের উপর থেকে আস্থা চলে যায়, তাহলে স্বপ্নে বার বার সঙ্গীকে দেখার প্রবণতা থাকে। এমনকী, প্রেমের প্রতি অনীহার থেকেও এরকমটি হতে পারে বলে মনোবিদরা মনে করছেন।

বিশেষজ্ঞদের মতে মূলত, কোনও কারণে জীবনে জটিলতা এলে, তার প্রভাব পড়ে সম্পর্কেই। আর তার ফলেই এরকম স্বপ্ন।

[আরও পড়ুন: খাবেন নাকি সানি দেওলের প্রিয় ‘মেথি কা পরাঠা’? জেনে নিন স্পেশ্যাল রেসিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement