অর্ণব আইচ: ফের কলকাতার উত্তর শহরতলি থেকে উদ্ধার সোনা। দমদম এলাকায় তল্লাশি চালিয়ে সোয়া এক কোটি টাকার সোনা উদ্ধার করলেন কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ্যান্সের গোয়েন্দারা। দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম কানহাইয়া কুমার ও মায়াঙ্ক নিগম। তাদের মধ্যে মায়াঙ্ক ভাড়া থাকত উত্তর শহরতলির মতিলাল কলোনি এলাকার রাজবাড়িতে। কানহাইয়া কুমার নামে ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। সেখান থেকেই মঙ্গলবার সে এসে পৌঁছয় মায়াঙ্কের কাছে। বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে সোনা পাচারকারীরা দমদমে নিয়ে এসেছিল বিপুল পরিমাণ সোনার বিস্কুট। সেগুলি কলকাতা থেকে উত্তরপ্রদেশে পাচার করার জন্য প্রস্তুতি নিয়েছিল পাচারকারী চক্র।
[আরও পড়ুন: তল্লাশির নামে CPM কর্মীদের বাড়িতে ভাঙচুর পুলিশের! ভোটের ৪৮ ঘণ্টা আগে ফের উত্তপ্ত তেহট্ট]
মঙ্গলবার রাতে সোনার হাতবদল হওয়ার সময়ই গোয়েন্দাদের হাতে তা ধরা পড়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটি সোনার বিস্কুট। ওই বিস্কুটগুলির ওজন ২ কিলো ৩৩২ গ্রাম ৯৭০ মিলিগ্রাম। সেগুলির দাম ১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৬৯ টাকা। ওই সোনাগুলি কলকাতা থেকে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পাচার হত, এমন সম্ভাবনা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। এই সোনা পাচারকারী চক্রের বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে ডিআরআই।