অর্ণব আইচ: কলকাতায় ফের নিষিদ্ধ মাদক উদ্ধার করলেন লালবাজারের নারকোটিক সেলের আধিকারিকরা। হাতেনাতে ধরা পড়েছে দু’জন। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদে। তাদের কাছ থেকে ৯টি প্যাকেটে প্রায় ১০ কেজি মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
[ আরও পড়ুন: সদস্যতা অভিযানকে ঘিরে ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত রিজেন্ট পার্ক]
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভরদুপুরে গাড়ি করে মাদক ট্যাবলেট বা ইয়াবা নিয়ে যাচ্ছিল দু’জন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তি হাইওয়েতে গাড়িটিকে আটকান কলকাতা পুলিশের নারকোটিক সেলের আধিকারিক। যে এলাকায় গাড়িটি আটকানো হয়, সেই এলাকাটি প্রগতি ময়দান থানা এলাকায় পড়ে। তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটিতে ৯টি প্যাকেটে হাজারটি মাদক ট্যাবলেট বা ইয়াবা পাওয়া গিয়েছে। প্যাকেটগুলির মোট ওজন প্রায় ১০ গ্রাম। ঘটনায় রিপন হাসান ও রিপন শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করেছেন নারকোটিক সেলের আধিকারিকরা। ধৃতদের একজনের বাড়ি মুর্শিদাবাদে সুতিতে, আর একজন মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জের বাসিন্দা।
লালবাজার সূত্রে খবর, শহরের প্রায় সর্বত্রই রমরমিয়ে চলছে নিষিদ্ধ মাদকের কারবার। কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকী স্কুল পড়ুয়াদের টার্গেট করেছে মাদক কারবারীরা। দিন কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দু’জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত দু’জনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। গত তিন-চার মাস ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের কাছে গাঁজা বিক্রি করত ওই দুই মাদক কারবারী। এর আগে আবার পার্ক সার্কাসের দরগা রোড থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার-সহ ধরা পড়ে দু’জন। তদন্তে জানা যায়, ডন বসকো ও মহাদেবী বিড়লার মতো শহরের অভিজাত স্কুলের পড়ুয়ারা ধৃতদের কাছ থেকে মাদক কিনত। আর তাতেই চিন্তা আরও বেড়েছে গোয়েন্দাদের।
[ আরও পড়ুন: ভূত সেজে বাড়িতে ঢুকে মোবাইল ও টাকা নিয়ে চম্পট, ৪০ মিনিটে ধরা পড়ল চোর]
The post কলকাতায় ফের উদ্ধার নিষিদ্ধ মাদক, গ্রেপ্তার ২ appeared first on Sangbad Pratidin.