গোবিন্দ রায়: নদীবক্ষে দুয়ারে সরকার শিবির! সাক্ষী থাকল সুন্দরবনের একাংশের বাসিন্দারা। লঞ্চে স্থানীয়দের হাতে সরকারি প্রকল্পের নথি তুলে দিলেন জেলাশাসক।
সুন্দরবনে রায়মঙ্গল, গৌড়েশ্বর ও ডাঁসা নদীর মোহনায় ভাসমান জেটিতে বাউল শিল্পীদের গানের মধ্য দিয়ে শুরু হল দুয়ারে সরকার। প্রকল্পের কাগজপত্র খতিয়ে দেখলেন স্বয়ং উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী। সেখানে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিসকুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি ও দুলদুলির মাঝে ভেসেল ঘাট থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয়। সুন্দরবনের প্রান্তিক মানুষরা সরাসরি জেলাশাসক তথা বিডিও-সহ সরকারি প্রতিনিধদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানান।
[আরও পড়ুন: রাবিশ বোঝাই গাড়ি রুখলেন খোদ ফিরহাদ, জলাশয় ভরাট রুখতে পুলিশকে ব্যবস্থার নির্দেশ]
উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নথিপত্র স্বয়ং জেলাশাসক তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে। তাঁর হাত থেকে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে রীতিমতো খুশি গ্রামের মানুষ। এছাড়াও মৎস্যজীবী থেকে শুরু করে যেসব শ্রমিকরা পেটের দায়ে বাইরে কাজে গিয়েছিলেন তাঁরাও এদিন প্রকল্পের সুবিধা পেতে হাজির হয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে।