সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ১৬ জন পর্বতারোহী৷ তাঁদের মধ্যে দশজন বিদেশের নাগরিক৷ হিমাচল প্রদেশের চাম্বায় পৌঁছানোর পরই খারাপ আবহাওয়ার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের৷ খবর পৌঁছায় প্রশাসনিক আধিকারিকদের কাছে৷ পুলিশ আধিকারিক ও পর্বতারোহীরাই নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে৷
[পাক সীমান্তে ফের সার্জিক্যাল স্ট্রাইক সেনার! রাজনাথের মন্তব্যে জোর জল্পনা]
গত সপ্তাহে মান্ডি আইআইটির ৪৫ জন ছাত্রছাত্রী লাহুল-স্পিতিতে ট্রেকিংয়ে যান৷ প্রবল তুষারপাতের জেরে নিখোঁজ হয়ে যান ৩৫ জন৷ কিছুক্ষণ পর যদিও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, আইআইটি পড়ুয়ারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন৷ কোকসার ক্যাম্প লাগোয়া এলাকাতেও অন্য একটি দলের আটজন নিখোঁজ হয়ে যান৷ তাঁরা যদিও নিরাপদে রয়েছেন৷ সেই ঘটনার পর আবারও খারাপ আবহাওয়ার শিকার পর্বতারোহীরা৷ হিমাচলপ্রদেশের চাম্বা পৌঁছানোর পর থেকেই তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না৷ এই খবর পাওয়া মাত্রই পর্বতারোহীদের খোঁজে তল্লাশির ব্যবস্থা শুরু করেছে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা৷
[অ্যাম্বুল্যান্স ঢোকে না গ্রামে, হাসপাতালে রোগী পৌঁছাতে ভরসা খাটিয়াই]
উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়ে হিমাচলপ্রদেশ৷ ভূমিধসের জেরে মান্ডি শহরের চণ্ডীগড়-মানালি এবং পাঠানকোট-চাম্বা জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷ হড়পা বানে মানালির কাছে বিয়াস নদীতে তলিয়ে গিয়েছিল একটি গাড়ি৷ ওই গাড়িটিতে সেই সময় তিনজন যাত্রী ছিলেন৷ তাঁদের কারও খোঁজ এখনও পাওয়া যায়নি৷ মণিকরন উপত্যকার পার্বতী নদীতেও দু’জন নিখোঁজ হয়ে যান৷ দুর্ঘটনায় প্রাণহানি হয় এক শিশু-সহ আটজনের৷ বিপর্যস্ত পরিস্থিতি থেকে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে কাংড়া জেলা৷ উনাতেও প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি কাঁচা বাড়ি৷ তার ফলে এখনও ঘরছাড়া বহু৷
The post খারাপ আবহাওয়ার জের, হিমাচল প্রদেশে ফের নিখোঁজ পর্বতারোহী appeared first on Sangbad Pratidin.