সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির বক্স অফিস যুযুধান নিয়ে বরাবরই সিনে বাণিজ্য বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে! এবার ‘ডাঙ্কি’ এবং ‘সালার’ (Dunki vs Salaar) রিলিজের ক্ষেত্রেও তার অন্য হল না। ব্যবসা ভাগাভাগির বাইরে গিয়েও দাক্ষিণাত্যের চার রাজ্যে কিং খানের সিনেমাকে ঢুকতেই দিলেন না প্রভাস! ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার শাহরুখ খানের ‘ডাঙ্কি’ মুক্তি (Dunki Release) পেল। আর রাত পোহালেই শুক্রবার রিলিজ করছে বিগ বাজেট ‘সালার’।
তেইশের বড়দিনে বক্স অফিসের অঙ্কটা সত্যিই কঠিন হতে চলেছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে দেশজুড়ে যে ম্যাজিক দেখিয়েছিলেন ‘জওয়ান’ শাহরুখ, আগেভাগে সেই ঝড়ের পূর্বাভাস পেয়েই দেশের দুই বড় মাল্টিপ্লেক্স চেইনকে ‘সালার’-এর শো থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রভাসের টিম। কারণ, সেই তাঁরা শাহরুখের ‘ডাঙ্কি’র শো তুলনামূলক বেশি রেখেছিল। এদিকে রিলিজের আগেই দক্ষিণের ৪ রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে কিং খানকে গোল দিয়ে অগ্রিম বুকিংয়ে বেশি ব্যবসা করেছেন প্রভাস (Prabhas)।
[আরও পড়ুন: ‘দৌড়ে দৌড়ে আসছি…! ধন্যবাদ কলকাতা’, ‘ডাঙ্কি’ মুক্তির আগে আদুরে বার্তা শাহরুখের]
পয়লা দিনে ‘ডাঙ্কি’র মোট ১৫,০১৪ শোয়ের ৫.৬ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। সেই হিসেব অনুযায়ী লক্ষ্মীবারে বাদশার ক্যাশবাক্সে ১৫.৪১ কোটি ঢুকতে চলেছে। অন্যদিকে, শুক্রবার রিলিজের দিন ২৯.৩৫ কোটি টাকার টিকিট বিক্রি করে একধাপ এগিয়ে রয়েছে ‘সালার’। একদিনের ব্যবধানে মুক্তি পেলেও শাহরুখের ‘ডাঙ্কি’র সঙ্গে যে প্রভাসের সালার-এর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে দক্ষিণী রাজ্যগুলিতে ব্যবসা করতে গিয়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবেন কিং খান। কারণ ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ‘ডাঙ্কি’ তামিল-তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে না। অতঃপর দক্ষিণী দর্শক টানতে কতটা সক্ষম হবে শাহরুখ খান এবার? তাতে একটা ধন্দ রয়েই যাচ্ছে। অন্যদিকে প্রভাসের ‘সালার’ মুক্তি পাচ্ছে তামিল, তেলুগু, হিন্দি, কান্নাড়া এবং মালয়ালম ভাষায়।