shono
Advertisement

ডুরান্ডের ডার্বি যুদ্ধের আগে ছুটছে মোহনবাগান, সবুজ-মেরুন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব

রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে জিতে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা।
Posted: 07:52 PM Aug 07, 2023Updated: 08:40 PM Aug 07, 2023

মোহনবাগান: ২ (মনবীর, বুমোস)
পাঞ্জাব এফসি: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরসুমের প্রথম ডার্বির আগে ছুটছে মোহনবাগান। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। আর এবার সোমবার অর্থাৎ ৭ আগস্ট রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে ২-০ গোলে জিতে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিল জুয়ান ফেরান্দোর ছেলেরা। গোল করে দলের জয়ে বড় ভূমিকা পালন করলেন মনবীর সিং ও হুগো বুমোস। তবে মোহনবাগান দারুণ ফর্মে থাকলেও, তাদের চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল কিন্তু সম্মানের ডার্বির আগে ব্যাপক চাপে রয়েছে। ইতিমধ্যেই আটটি ডার্বি হেরে বসে রয়েছে লাল-হলুদ। এবার ফর্মে থাকা মোহনবাগানের কাছে এবারের ডার্বি হারলে, কার্লোস কুদ্রাতারের চাপ আরও বাড়বে। 

[আরও পড়ুন: বিশ্বকাপে সবার আগে অজিদের দল ঘোষণা, চোট পাওয়া কামিন্সদের স্কোয়াডে নেই তারকা ব্যাটার!]

২৩ মিনিটের মাথায় এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। মনবীরের শট পাঞ্জাব এফসির ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে গেল। প্রাথমিকভাবে ডানপ্রান্ত থেকে ভালো পাস পান মনবীর। বক্সের মধ্যে ঢুকে আসেন। লাইনের ধারে নিজের শক্তির পরিচয় দেন। এগিয়ে আসেন পাঞ্জাবের গোলকিপার। তাঁর ডানদিক থেকে শট বা ক্রসের চেষ্টা মনবীরের। কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে বৃষ্টির মাঠে পা পিছলে পড়ে যান বিপক্ষের ডিফেন্ডার মেলরয়। নিজের জালেই বল জড়িয়ে দেন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। 

৪৮ মিনিটে ফের বিপক্ষের জালে আঘাত করে সবুজ-মেরুন। এবার হুগো বুমোসের পা থেকে এগিয়ে গেল গতবারের আইএসএল জয়ী দল। তবে এই গোলের জন্য কৃতিত্ব পাবেন দিমিত্রি পেত্রাতোস এবং লিস্টন কোলাসো। একটা নেহাত নির্বিষ বলকে বিষাক্ত করেন পেত্রাতোস এবং লিস্টন। মাঠে নেমে প্রথমবার বল ধরেই লিস্টনকে থ্রু দেন। বাঁ-প্রান্তে গোললাইনের একেবারে ধার থেকে ক্রস লিস্টনের। সেই ক্রসের সামনে একেবারে দিশাহীন হয়ে পড়েন পাঞ্জাবের গোলকিপার। কী করবেন, কিছুই বুঝতে পারলেন না। যেটা করলেন, তাতে হাসি ফুটল মোহনবাগানের মুখে। এমনভাবে বলটা ক্লিয়ার করেন যে বলটা সোজা বুমোসের পায়ে পড়ে। যিনি গোলের সামনেই ছিলেন। কেরিয়ারের সহজতম গোলটা করেন বুমোস। ফলে সেই গোলের সুবাদে চলতি প্রতিযোগিতায় জোড়া জয় পেল সবুজ-মেরুন।

[আরও পড়ুন: জীবনের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি রোহিতকন্যাকে উৎসর্গ তিলক বর্মার, কেন জানেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement