সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে ডুরান্ডের ডার্বিতে (Durand Derby) নামার কথা ছিল কলকাতার দুই প্রধানের। কিন্তু বাতিল হয়ে গিয়েছে সেই ম্যাচ। ডুরান্ড কমিটির বক্তব্য, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। তার পরই শুরু হয়েছে নতুন হিসাব। কোন অঙ্কে নক আউটে যাবে দুই প্রধান, সেই নিয়ে শুরু হয়েছে চর্চা।
শনিবার রাজ্যের প্রশাসনিক কর্তা ও ডুরান্ড কমিটির মধ্যে বৈঠক হয়। তার শেষে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। তার পরই ডুরান্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রবিবার যুবভারতীতে ডার্বি হচ্ছে না। দুদলকে ১ পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে দুদলের পয়েন্ট হচ্ছে ৭। সেই সঙ্গে ফুটবলভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন অঙ্ক।
গ্রুপ এ-তে দুটি করেই ম্যাচ জিতেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অর্থাৎ দুদলেরই পয়েন্ট ৬। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে সবুজ-মেরুন শিবির। এয়ার ফোর্সকে ৬ গোলে হারানোর সুবাদে তাদের গোলপার্থক্য ৭। অন্যদিকে লাল-হলুদ বাহিনী দাঁড়িয়ে রয়েছে ৪ গোলপার্থক্য নিয়ে। ডুরান্ডের নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের প্রথম দল কোয়ার্টার ফাইনালে যাবে। ছটি গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুটি দলও যাবে নক আউটে।
[আরও পড়ুন: ‘ডার্বি বাতিল ভুল সিদ্ধান্ত, বড় ম্যাচ অবশ্যই হওয়া উচিত ছিল’, বিস্ফোরক কুণাল]
ডার্বি বাতিল হওয়ায় 'এ' গ্রুপে শীর্ষেই থাকবে মোহনবাগান। ফলে তাদের পরের পর্বে যাওয়া নিশ্চিত। কিন্তু গ্রুপ 'এফ'-এর দিকেও তাকাতে হবে ফুটবলভক্তদের। সেখানে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে লাজং ও এফসি গোয়া। শনিবারই মুখোমুখি হবে দুই দল। সেখানে যারাই জিতুক, তারা ওই গ্রুপের প্রথম দল হিসেবে ৯ পয়েন্ট নিয়ে নক আউটে চলে যাবে তারা। অন্য দলটি থেকে যাবে ৬ পয়েন্টে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি ম্যাচ ড্র হয়, তাহলে দুদলেরই পয়েন্ট দাঁড়াবে ৭। তাহলে কি ডুরান্ড থেকে ছিটকে যাবে কুয়াদ্রাতের দল?
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া? জয় শাহের বক্তব্যে চাপে পিসিবি]
উত্তরটা হল 'না'। কারণ গোলপার্থক্যে লাজং ও গোয়া দুটি দলই গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে। লাজংয়ের ৩, গোয়ার ২। ম্যাচ ড্র হলে গোলপার্থক্য বদলাবে না। ফলে সেখানে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। পাঞ্জাব এফসির সঙ্গে দ্বিতীয় সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে নক আউটে পৌঁছে যাবে লাল-হলুদও।