shono
Advertisement

Breaking News

এবার পুজোয় গাড়ি পাওয়া আরও সহজ, ২১ হাজারের বেশি হলুদ ট্যাক্সি ‘যাত্রীসাথী’ অ্যাপে

পুজোর আগেই ভারচুয়ালি অ্যাপ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 02:00 PM Oct 17, 2023Updated: 07:29 PM Oct 17, 2023

স্টাফ রিপোর্টার: পুজোর (Durga Puja 2023) আগেই কুড়ি হাজারের বেশি হলুদ ট‌্যাক্সিকে যাত্রীসাথী অ‌্যাপের আওতায় আনা হল। সোমবার বাড়ির অফিস থেকে ভারচুয়ালি রাজ‌্য সরকারের এই অ‌্যাপ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় হাওড়া স্টেশন, হাজরা মোড়, এয়ারপোর্টেও পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নয়া অ‌্যাপ যুক্ত একাধিক গাড়ি বেরোয়। এই অ‌্যাপের মাধ‌্যমে যাত্রীরা ট‌্যাক্সি এবং অ‌্যাপ ক‌্যাব বুকিং করতে পারবেন।

Advertisement


যাত্রীসাথী (Yatri Sathi) অ‌্যাপের পরিষেবা অবশ্য অনেকদিন আগেই শুরু হয়েছিল। কিন্তু অভিযোগ আসছিল যে যাত্রীরা সময়মতো গাড়ি পান না। কারণ চালকরা অনেকেই এই অ‌্যাপের আওতায় আসেনি। এর পরই প্রচার শুরু করে সরকার। পুজোর আগেই ২১ হাজারের বেশি হলুদ ট‌্যাক্সি এবং ক‌্যাবকে এই অ‌্যাপের আওতায় আনা হল। ফলে পুজোয় গাড়ি পেতে আর কোনও সমস‌্যা হবে না। রাজ‌্য সরকারের এই অ‌্যাপে যাত্রীদেরও যেমন খরচ অনেক কম হবে, তেমনই লাভবান হবেন চালকরা।

[আরও পড়ুন: পুজোর রাস্তায় ভিড় সামলাতে বাড়তি দায়িত্ব, সব পুলিশকেই সামলাতে হবে ট্রাফিক ]

হাওড়ার অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘কলকাতা ও হাওড়ায় ৪০ থেকে ৫০ হাজার গাড়ি অ্যাপ পরিষেবার মাধ্যমে চলে। বিভিন্ন বেসরকারি সংস্থা যখন-তখন চালকদের অ্যাপ পরিষেবা ব্লক করে দেয়। তাই ভারতবর্ষে প্রথম সরকারি উদ্যোগে এরকম অ্যাপ পরিষেবা চালু করা হল। এই যাত্রী-সাথী অ্যাপ পরিষেবায় যাত্রীরা কম ভাড়ায়, নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারবেন। একই সঙ্গে এই পরিষেবা চালু হলে চালকরাও লাভবান হবেন। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর অ্যাপটি তৈরি করেছে।’’

এদিন হাওড়ায় উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, গৌতম চৌধুরি-সহ পুলিশের কর্তারা। অন‌্যদিকে হাজরা মোড়ে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রাক্তন পরিবহণমন্ত্রী সুব্রত বক্সি, তথ‌্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়, পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন বাবুল বলেন, ‘‘নতুন এই অ‌্যাপ ইতিমধ্যেই ২১ হাজারের বেশি গাড়ির চালক ডাউনলোড করেছেন। প্রতিদিনই এই সংখ‌্যাটা বাড়ছে। ফলে সাধারণ মানুষ ভালোই পরিষেবা পাবেন।’’

এই অ‌্যাপ আসায় হলুদ ট‌্যাক্সির যাত্রী প্রত‌্যাখ‌্যানের রোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। মানুষ অ‌্যাপেই এই ট‌্যাক্সি বুক করতে পারবেন। পাশাপাশি এসি ক‌্যাবও বুক করা যাবে। হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন, এবং এয়ারপোর্টে সর্বক্ষণই গাড়ি পাওয়া যাবে। এআইটিইউসি অনুমোদিত ট‌্যাক্সি সংগঠনের আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘সরকারের এই উদ‌্যাগকে সাধুবাদ জানাচ্ছি। এর ফলে যাত্রীদেরও যেমন সুবিধা হবে। তেমনই চালকদের উপর বেসরকারি অ‌্যাপ ক‌্যাব সংস্থাগুলোর জুলুমবাজিও বন্ধ হবে।’’

[আরও পড়ুন: ঘরের মেঝেতে চাপ চাপ রক্তের মাঝে পড়ে নিথর গৃহবধূ! তীব্র চাঞ্চল্য বালিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement