shono
Advertisement

সুদীপার বাড়ির উমা সাজেন সোনার গয়নায়, রূপোর অস্ত্র হাতে! ভোগে ইলিশ-মাংস

১৫০ বছরের পুরনো চট্টোপাধ্যায় বাড়ির পুজো।
Posted: 04:53 PM Oct 20, 2023Updated: 04:59 PM Oct 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত নয় বছর ধরে অগ্নিদেব চট্টোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে মহা সমারোহে দুর্গাপুজো হয়। ষষ্ঠী টু সপ্তমী সেখানে তারকাদের ভীড় লেগে থাকে। আগে সেই পুজো হত ঢাকা বিক্রমপুরের আদিবাড়িতে। তবে সেই পুজো বছর খানেক আগেই কলকাতার বাড়িতে শিফট করেছে। আয়োজনের কলেবরও নেহাত ছোটখাট নয়!

Advertisement

সুদীপার ঠাকুর দালানে উমা সাজেন সোনার গয়নায়। মায়ের মাথার মুকুট থেকে পা পর্যন্ত সমস্ত গয়নাই সোনার। আর হাতের সব অস্ত্র রূপোর গড়ানো। দুর্গার এক হাতে ত্রিশূলের পাশাপাশি আরেক হাতে থাকে পদ্ম ফুল। অভিনেত্রীর বাড়ির পুজোয় মায়ের ভোগও বেশ অভিনব। এখানে দুর্গাকে মাছ-মাংস ভোগ দেওয়া হয়। কীরকম?

একেক দিন একেকরকম চাল দিয়ে ভোগ দেওয়া হয়। চাল আসে বাংলাদেশের বাড়ি থেকেও। অষ্টমীর সন্ধিপুজোর পর থেকে ভোগ দেওয়া হয় মাছ-মাংসের। নবমীতে মা দুর্গার ভোগে থাকে পদ্মার ইলিশ আর দশমীর দিন গঙ্গার ইলিশ খেয়ে মা বিদায় নেন চট্টোপাধ্যায় বাড়ি থেকে।

[আরও পড়ুন: কোলে ‘বেবি রানাউত’, নবরাত্রির আবহে হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা রানাউত]

পঞ্চমীর দিনই সুদীপা-অগ্নিদেবের বাড়িতে উমা এসেছেন। লাল পাড় সাদা শাড়ি পরে মাকে বরন করতে দেখা গেল অভিনেত্রীকে। আদ্যোপান্ত সোনার গয়নায় সেজেছিলেন সুদীপা। ঠাকুর দালানে গল্প করার পাশাপাশি ছেলে আদিদেবের সঙ্গে তাঁর আদুরে ছবিও দেখা গেল।

[আরও পড়ুন: ‘বিচ্ছেদ হয়ে গিয়েছে, বিরক্ত করবেন না!’, হঠাৎ করেই রাজ কুন্দ্রার পোস্ট, শিল্পার সঙ্গে ছাড়াছাড়ি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement