-
- ফটো গ্যালারি
- Durga puja 2024 dhoti panjabi styling tips from dev
পুজোর ফ্যাশনে ধুতি-পাঞ্জাবি? স্টাইলিং টিপস নিন বাঙালিবাবু দেবের থেকে
দেবের মতো সাজবেন? রইল টিপস।
Tap to expand
শারদোৎসব মানেই সাবেকিয়ানা। সারাবছর জিনস, টি-শার্ট কিংবা ফরম্যালস পরলেও পুজোর চারটে দিন একটু ট্র্যাডিশনাল পোশাকে নিজেকে দেখতে পছন্দ করেন পুরুষেরাও।
Tap to expand
প্রেমিকা কিংবা স্ত্রীয়ের রং মিলান্তি পাঞ্জাবিতে সাজেন কেউ, আবার কেউ বা ধুতি পরতে ভালোবাসেন। কীভাবে সাজবেন? পুরুষদের জন্য জম্পেশ স্টাইলিং টিপস রইল।
Tap to expand
বুধবার, মহালয়া উপলক্ষে দেব ট্র্যাডিশনাল সাজপোশাকে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, টলিউড সুপারস্টারকে আদ্যোপান্ত বাঙালিবাবু ম্যুডে।
Tap to expand
দেবের পরনে লাল পাঞ্জাবি আর ময়ূরপুচ্ছ ধুতি। সঙ্গে তিনি পেয়ার-আপ করেছেন কলার দেওয়া নেহরু জ্যাকেট। আপনার অষ্টমীর সাজও কিন্তু এমন হলে জমে যাবে।
Tap to expand
অনেকেই ভাবেন পুরুষদের আর গয়না পরার কী আছে? একেবারেই এমনটা ভাববেন না। কারণ ধুতি-পাঞ্জাবির সঙ্গে গলায় গোল্ডেন চেইন পরলে সাজ জমে ক্ষীর হবে! কিংবা এক কানে হিরের স্টাডও পরতে পারেন। পায়ে থাকুক নাগরাই। জুতোটা অবশ্য নিজের কমফর্টের কথা মাথায় রেখে বাছুন। (ছবি: ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 07:43 PM Oct 02, 2024Updated: 07:43 PM Oct 02, 2024
দেবের মতো সাজবেন? রইল টিপস।