Advertisement
পুজোর ফ্যাশনে ধুতি-পাঞ্জাবি? স্টাইলিং টিপস নিন বাঙালিবাবু দেবের থেকে
দেবের মতো সাজবেন? রইল টিপস।
শারদোৎসব মানেই সাবেকিয়ানা। সারাবছর জিনস, টি-শার্ট কিংবা ফরম্যালস পরলেও পুজোর চারটে দিন একটু ট্র্যাডিশনাল পোশাকে নিজেকে দেখতে পছন্দ করেন পুরুষেরাও।
প্রেমিকা কিংবা স্ত্রীয়ের রং মিলান্তি পাঞ্জাবিতে সাজেন কেউ, আবার কেউ বা ধুতি পরতে ভালোবাসেন। কীভাবে সাজবেন? পুরুষদের জন্য জম্পেশ স্টাইলিং টিপস রইল।
বুধবার, মহালয়া উপলক্ষে দেব ট্র্যাডিশনাল সাজপোশাকে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, টলিউড সুপারস্টারকে আদ্যোপান্ত বাঙালিবাবু ম্যুডে।
Published By: Sandipta BhanjaPosted: 07:43 PM Oct 02, 2024Updated: 07:43 PM Oct 02, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ