shono
Advertisement
Lawyers strike

সোমে স্বাভাবিকছন্দেই চলবে আদালতের কাজ, জরুরি বৈঠকে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার আইনজীবীদের

কী জানালেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্য়ান?
Published By: Tiyasha SarkarPosted: 08:36 PM Feb 23, 2025Updated: 10:48 PM Feb 23, 2025

গোবিন্দ রায়: গোটা রাজ্যজুড়ে সোমবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল রাজ্য বার কাউন্সিল। ফলে সোমবার হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালতে স্বাভাবিক কাজকর্মে আইনজীবীরা অংশগ্রহণ করবেন। স্বাভাবিক থাকবে আদালতের মামলার শুনানি পর্ব।

Advertisement

গত শুক্রবার রাজ্য বার কাউন্সিল পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বারের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছিলেন, সোমবার কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালতে কার্যত কর্মবিরতি পালন করবে কাউন্সিল। কেন্দ্রের নতুন অ্যাডভোকেট সংশোধনী বিলের প্রতিবাদে সর্বসম্মতভাবে এই কর্মবিরতির সিদ্ধান্ত বলেই জানা গিয়েছিল। কিন্তু রবিবারের রাজ্য বার কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিআই (বার কাউন্সিল অফ ইন্ডিয়া)-এর অনুরোধে আইনজীবীদের পেন ডাউন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর।

প্রসঙ্গত, ১৯৬১ সালের অ্যাডভোকেটস আইনের সংশোধনী অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্টস বিল ২০২৫ শীঘ্রই সংসদে আনছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আপাতত খসড়া বিল প্রকাশ হয়েছে। রীতি অনুযায়ী অভিমত চাওয়া হচ্ছে সকলের। আর খসড়া বিল দেখেই আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ। নতুন সংশোধনী বিল অনুযায়ী, ইচ্ছেমতো আইনজীবীরা কর্মবিরতির ডাক দিতে পারবেন না। একক, সমষ্টিগত কিংবা সংগঠনের ব্যানারেও নয়। দাবি অথবা আন্দোলনের নামে বিচার ব্যবস্থাকে ব্যাহত করা, অথবা আদালত বয়কটও বরদাস্ত করা হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোটা রাজ্যজুড়ে সোমবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন আইনজীবীরা।
  • কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল রাজ্য বার কাউন্সিল।
  • ফলে সোমবার হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালতে স্বাভাবিক কাজকর্মে আইনজীবীরা অংশগ্রহণ করবেন। স্বাভাবিক থাকবে আদালতের মামলার শুনানি পর্ব।
Advertisement